Connect with us
ফুটবল

বছরের শুরুতেই ফিফার বড় শাস্তির মুখে আর্জেন্টিনা ও ব্রাজিল

Argentina and Brazil
মারাকানায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচের ঘটনা- সংগৃহীত

বছরের শুরুতেই একসাথে ফিফার বড় ধরনের শাস্তির মুখে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। গেল বছরে নভেম্বরে মারাকানায় অনুষ্ঠিত এই দুই দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সমর্থক এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ, আর্জেন্টাইন ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়া এবং অন্যান্য কিছু ঘটনার প্রেক্ষিতে এই শাস্তির ঘোষণা দিয়েছে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।


আগে জানা গিয়েছিল মারাকানায় ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শাস্তির মুখোমুখি হতে পারে ব্রাজিল। সে বিষয়ে আরও তদন্ত করার কথা জানিয়েছিল ফিফা। দীর্ঘ তদন্তের পর গতকাল রাতে এই বিষয়ে শাস্তির ঘোষণা দেয় ফিফা যেখানে চিন্তার থেকে অধিক শাস্তির মুখোমুখি হতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবলকে। সেই তুলনায় অল্পতেই বেঁচে গেছে ব্রাজিল।

মারাকানায় ঘটে যাওয়া ঘটনায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ যা বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার সুইস ফ্রাঁ বা ২৫ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই কান্ডে স্টেডিয়ামের আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় অধিক শাস্তি পেতে হয়েছে ব্রাজিলকে।

তবে একই ধরনের ভিন্ন দুটি ঘটনায় কপাল পুড়েছে আর্জেন্টিনার। ফিফার তদন্ত সাপেক্ষে, ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের অন্য দুই ম্যাচে ইকুয়েডর ও উরুগুয়ের সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে আর্জেন্টাইন সমর্থকেরা। এই ঘটনায় আর্জেন্টিনার ৫০ হাজার সুইস ফ্রাঁ বা ৬৪ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা গুনতে হবে। এমনকি ঘরের মাঠে পরবর্তী ম্যাচ অর্ধেক সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে।

একই সঙ্গে আরও বেশ কিছু দেশের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা। কলম্বিয়া, উরুগুয়ে ও চিলির সমর্থকদের বিপক্ষে অন্য দলের সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণে শাস্তি পাচ্ছে তারা। চিলিকে বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্পে দেশটির ফেডারেশনকে ৮০ হাজার সুইস ফ্রাঁ (১ কোটি ৩০ হাজার টাকা) দিতে হবে। উরুগুয়েকে ও কলম্বিয়াকে দিতে হবে ৩০ হাজার সুইস ফ্রাঁ বা ৩৮ লাখ ৬৩ হাজার টাকা করে।

ফিফার এই বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্প আপাতত বন্ধ রয়েছে। এর মাধ্যমে একটি দেশ তাদের জনগণের মধ্যে বৈষম্য বিরোধী শিক্ষা প্রচারে কাজ করে। শাস্তি পাওয়া চারদেশ তাদের জরিমানা প্রদান করলে এই শিক্ষা প্রকল্প পুনরায় চালু হবে বলে জানায় ফিফা।

আরও পড়ুন: যে কারণে বিশ্বকাপ ট্রফি নিয়ে পিএসজিতে আসতে পারেননি মেসি

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল