Connect with us
ফুটবল

বছরের শুরুতেই ফিফার বড় জরিমানার মুখে পড়েছে বাফুফে

Bangladesh Football Federation
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন- সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ চলাকালে শৃঙ্খলাজনিত ঘটনার প্রেক্ষিতে ফিফার বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাছাই পর্বের তিন ম্যাচের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা বা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

আগেই শঙ্কা ছিল বাফুফের জন্যে ফিফা কর্তৃক আসতে পারে শাস্তির বিধান। তবে এত বড় জরিমানার মুখোমুখি হবে সেটা হয়তো ভাবতে পারেনি বাফুফে। তিন ম্যাচের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে উঠে আসে। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনায় বাফুফেকে এই শাস্তি দিয়েছে।

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে ১২ অক্টোবর মালদ্বীপের মালের ম্যাচে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয় বাফুফেকে। এরপর কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে ১৭ অক্টোবরের হোম ম্যাচে সিকিউরিটি রুল ভঙ্গ করা, গ্যালারিতে ফায়ার ওয়ার্কস জ্বালানো, মাঠে দর্শকের প্রবেশ এসব ঘটনায় ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ২১ নভেম্বর হোম ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচেও নিরাপত্তার কমপ্ল্যায়েন্স, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে জরিমানা করা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা। তিন ঘটনায় সব মিলিয়ে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা আর্থিক জরিমানা করা হয় বাফুফেকে।

বিশ্বকাপ বাছাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলোয় শৃঙ্খলা ভঙ্গের দায় শাস্তির আওতায় এনেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশকেও শৃঙ্খলা ভঙ্গের কারণে পেতে হচ্ছে শাস্তি। গতকাল সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে শাস্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফিফা।

যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন শাস্তি কমানোর জন্য অনুরোধ করেছিল ফিফা কাছে, তবে তা গ্রহণযোগ্য হয়নি। তাছাড়া কিছু শাস্তি আপিলযোগ্য হয়, আবার কিছু আপিলযোগ্য নয়। বাংলাদেশের জরিমানার প্রেক্ষিতে আপিলের বিষয়টি এখনও জানা যায়নি।

আরও পড়ুন: হাসারাঙ্গার ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল