অবশেষে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সতেরো তম আসরের পর্দা নামলো। যেখানে ফাইনালে হায়দরাবাদকে কোনো পাত্তাই দেয়নি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর এর মাধ্যমে দীর্ঘ এক দশকের অবসান ঘটিয়ে ২০১৪ সালের পর তৃতীয় বারের মত আইপিএলের শিরোপা ঘরে তুলল কলকাতা। আসরের চ্যাম্পিয়ন দল হিসেবে কলকাতা ২০ কোটি টাকার প্রাইজমানি পেয়েছে। আর রানার্সআপ হওয়া হায়দরাবাদ পেয়েছে ১২ কোটি ৫০ লাখ রুপি।
পাশাপাশি স্বীকৃতিস্বরূপ অর্থের সঙ্গে একটি শিল্ডও পেয়েছ হায়দরাবাদ। আর আইপিএলে যে কি পরিমাণ অর্থের ছড়াছড়ি সেটা আবারও সদ্য শেষ হওয়া আসর থেকে স্পষ্ট বোঝা গেল। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল ৪.৮ কোটি রুপির প্রাইজমানি পেয়েছিল যা বর্তমানে ২০ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। ফাইনাল শেষে প্রচুর টাকার প্রাইজমানি বিলিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। পিচ এন্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৫০ লাখ রুপি দেয়া হয়েছে।
তবে এবারের আইপিএলে বেশির ভাগ পুরস্কার জিতেছে দুই ফাইনালিস্ট দল। ব্যক্তিগত পুরস্কারেও এই দুই দলের ক্রিকেটারদের ছিল জয়জয়কার। এই যেমন, সতেরো তম আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন কলকাতার সুনীল নারিন। এ নিয়ে তৃতীয় বারের মত আইপিএলে এই পুরস্কার জিতলেন ক্যারিবীয় অলরাউন্ডার।
সঙ্গে ফ্যান্টাসি ইলেভেন বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডেরও পুরস্কার ওঠে নারিনের হাতে। এই দুই পুরস্কারের স্বীকৃতি হিসেবে নারিন একাই জিতেন ২০ লাখ রুপি। সদ্য শেষ হওয়া আসরে ব্যাট হাতে ৪৮৮ রানের পাশাপাশি বল হাতে ১৭ উইকেট নিয়ে অনবদ্য নৈপুণ্য দেখান এই উন্ডিজ তারকা।
আর ২৫ কোটি রুপিতে গতবারের নিলামে কলকাতায় ভেড়া মিচেল স্টার্ক জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। রাহুল শর্মা ও অভিষেক ত্রিপাঠির গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া অজি তারকা জিতেন ৫ লাখ রুপি। আর ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে আরও ১ লাখ রুপি পেয়েছেন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি এই প্লেয়ার।
এছাড়া আরও তিন ব্যক্তিগত পুরস্কার বগল দাবা করেছে ফাইনালে একপেশে ম্যাচ উপহার দেওয়া কলকাতা। সর্বোচ্চ ডট বল দিয়ে ১ লাখ রুপি জিতে নেন হার্ষিত রানা। এছাড়া সর্বোচ্চ চারের জন্য রহমানুল্লাহ গুরবাজ ও সর্বোচ্চ ছয় মেরে ভেঙ্কটেশ আইয়ার ১ লাখ করে রুপি পেয়েছেন।
চলতি আসরে সর্বোচ্চ ৭৪১ রান সংগ্রহ করে পার্পল ক্যাপ জিতেছেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। ১৫ ম্যাচে ১ শতক ও ৫ অর্ধ শতক হাঁকান সাবেক ভারত কাপ্তান। পুরো আসরে তার স্ট্রাইক রেট ছিল ১৫৪.৬৯। স্বীকৃতিস্বরূপ বিরাট পেয়েছেন ১০ লাখ রুপি। এছাড়া ২৪ উইকেট নিয়ে দ্বিতীয়বারের মত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হন পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তিনিও পান ১০ লাখ রুপি।
আসরের সেরা ক্যাচের পুরস্কার পান রামানদ্বীপ সিং, সেরা স্ট্রাইক রেটের পুরস্কার পান দিল্লির হয়ে খেলা তরুণ অজি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। এ দু’জনেও ১০ লাখ রুপি পান। আসরে সর্বোচ্চ চার ও ছয় মেরেছেন হায়দরাবাদের দুই বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। অভিষেক সর্বোচ্চ ছয় আর ট্রাভিস সবচেয়ে বেশি চার মেরে ১০ লাখ রুপির চেক জিতেন।
মৌসুমের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন হায়দরাবাদের ব্যাটার নিতিশ কুমার রেড্ডি। তার হাতে ১০ লাখ রুপির চেক দেয়া হয়। এছাড়া দল হিসেবে ফেয়ার প্লের স্বীকৃতি হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ ১০ লাখ রুপি জিতে নেয়।
আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৭মে২৪/এমএস/বিটি