বিশ্বকাপে নিজেদের ঘরের মাটিতে দুর্দান্ত খেলতে থাকা ভারতকে হারিয়ে শিরোপা জিতল অস্ট্রেলিয়া। এতে করে সর্বোচ্চ ষষ্ঠ বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরল মাইটি ওজিরা। রবিবার (১৯ নভেম্বর) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব করে তারা।
ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ইতি টানলো দেড় মাস যাবত চলতে থাকা বৈশ্যিক ক্রিকেটের সর্বোচ্চ আসরটি। আসর জুড়ে দাপট দেখিয়েছে বিভিন্ন দল ও একক খেলোয়াড়। তেমনি সর্বোচ্চ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বনে যান বিরাট কোহলি। ফাইনাল ম্যাচে দুর্দান্ত শতক করে ম্যাচ সেরা হন ট্রাভিস হেড।
ফাইনাল ম্যাচ শেষে দলীয় ও একক পুরস্কারের ছড়াছড়ি। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলে যে যা পুরস্কার জিতেছেন:
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও প্রাইজমানি ৪ মিলিয়ন ডলার)
রানার্স-আপ: ভারত (ট্রফি ও প্রাইজমানি ২ মিলিয়ন ডলার)
ফাইনালে ম্যাচসেরা: ট্রাভিস হেড (করেছেন ১৩৭ রান সাথে ১ ক্যাচ)
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (মোট রান ৭৬৫, সাথে নিয়েছেন ১ উইকেট ও ৫ ক্যাচ)
তবে ম্যাচ সেরা অথবা টুর্নামেন্টের সেরার প্রাইজমানি ঘোষণা করা হয়নি।
এছাড়াও এই তালিকায় আছেন যারা:
সবচেয়ে বেশি রান: কোহলি (১১ ইনিংসে ৭৬৫)
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে নিয়েছেন ২৪ উইকেট)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (করেছেন অপরাজিত ২০১)
সর্বোচ্চ সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি শতক)
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি)
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭ নিউজিল্যান্ডের বিপক্ষে)
সর্বোচ্চ ছক্কা: রোহিত শর্মা (৩১টি)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি)
সর্বোচ্চ ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি)।
আরও পড়ুন: ফাইনাল ম্যাচ শেষে দলকে নিয়ে যা জানালেন দ্রাবিড়
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এসএফ/এজে