Connect with us
ফুটবল

শেষ মুহূর্তে পেনাল্টিতে নাটক, গোলরক্ষকের ভুলে জিতলো বার্সা

Crifo BArcelona
শেষ মুহূর্তে পেনাল্টিতে বার্সাকে জেতালেন লেভানডোভস্কি

প্রথমার্ধের শেষ সময়ের গোলে এগিয়ে থেকে বিরতি যায় বার্সেলোনা। আর বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে সেল্টাভিগো। ১-১ স্কোরলাইনে শেষ হচ্ছিল ম্যাচ। কিন্তু ম্যাচের একেবারে শেষ সময়ে পেনাল্টি পায় বার্সা। সেখানেও দক্ষতা দেখিয়ে গোল সেভ করেছিলেন সেল্টার গোলরক্ষক। কিন্তু এরপরই নাটকীয় ঘটনায় জয় পায় কাতালানরা।

যোগ করা সময়ে পেনাল্টি পেলে শট নেন বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কি। ওই শট ঠেকিয়ে দেন ভিগোর গোলরক্ষক। কিন্তু তিনি লাইন থেকে বাইরে বেরিয়ে আসায় আবার স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। এবার আর ভুল করেননি লেভানডোভস্কি। যার গোলে এগিয়ে যাওয়া, তার গোলে ভর করেই জয় পেয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

শনিবার রাতে সেল্টা ভিগোর মাঠে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। জমজমাট ম্যাচটি গোলশূন্য ছিল ৪৫ মিনিট পর্যন্ত। আর ১-১ সমতায় ছিল ৯০+৬ মিনিট পর্যন্ত। গ্রানাডার বিরুদ্ধে ড্র করার এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল বার্সেলোনা।

শনিবার রাতে ম্যাচের দশম মিনিটে ভিতো হকের পাস থেকে লামিন ইয়ামালের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলে তা সেভ করেন বার্সার গোলরক্ষক স্টেগান।

প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের পাস বক্সের বাইরে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে বল জালে পাঠান লেভানডোভস্কি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সেল্টা ভিগোকে সমতা ফেরান আসপাস। বক্সের বাইরে থেকে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের শটে বল বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এরপর ৫৮ ও ৬৮ মিনিটে পরপর দুটি শট নিয়েও ব্যর্থ হন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

শেষ বাঁশি বাজার কিছু সময় আগে সেল্টা ভিগোর ডি বক্সে ফাউলের শিকার হ ইয়ামাল। পেনাল্টি পায় বার্সেলোনা। আর সেখানেই কপাল খোলে কাতালানদের। দশম গোল হয় পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কির। নাটকীয়তায় গোল পেয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

এদিকে এই ম্যাচ শেষে ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ৬১ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ শীর্ষে আছে। সেল্টা ভিগোর পয়েন্ট মোটে ২০।

আরও পড়ুন: ভারতীয় বক্সারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সুর কৃষ্ণ চাকমা

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল