
বিশ্বের বিভিন্ন প্রান্তে চাঁদ দেখার ওপর নির্ভর করে গতকাল ও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিশেষ এই দিনে বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা পরিবার, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের ঈদ উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
এক নজরে তারকা ক্রীড়াবিদদের ঈদ উদযাপন—
১/৮ |
বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। বাবা, স্ত্রী ও সন্তানের সঙ্গে ঈদের বিশেষ মুহূর্তের ছবি তিনি শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে।
২/৮ |
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ মা ও ভাইয়ের সঙ্গে ঈদের আনন্দঘন মুহূর্ত কাটানোর ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
আরও পড়ুন
» কী ঘটেছিল সেদিন? অভিজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস দিলেন তামিম
» বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা চৌধুরী
» ১২৩ ম্যাচে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন রশিদ খান
৩/৮ |
ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা ঘিবলি স্টুডিওর তৈরি ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি শেষ ইফতারের সময় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
৪/৮ |
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ মোহাম্মদ আশরাফুল স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করছেন। তিনি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ উদযাপনে সবাইকে উষ্ণ শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন।’
৫/৮ |
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পরিবারের সঙ্গে ঈদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। এনায়ার প্রথম ঈদ উদযাপন করছি।’
৬/৮ |
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ঈদের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছেন। তবে নারী ক্রিকেটাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় তারা এবার ঈদ উদযাপন করছেন অনুশীলনের মধ্যেই, কারণ কয়েকদিন পরই তাদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তান যেতে হবে।
৭/৮ |
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ পরিবারের সঙ্গে ঈদ করতে পারার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে পুরো পরিবার একসঙ্গে ঈদ করতে পারছি। এটি বিশাল সৌভাগ্য।’
৮/৮ |
আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার জন্য বর্তমানে ভারতে থাকা আফগান ক্রিকেটার রশিদ খান ঈদের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছেন।
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৫/এসএ
