সর্বশেষ ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার স্বাদ পেয়েছিল জার্মান জায়ান্ট ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেছে এর মাঝে, কিন্তু শেষ চারের জায়গা আরাধ্যই থেকে যায় বুরুশিয়ার কাছে। তবে এবার ভেঙেছে সেই দেয়াল, জায়গা হয়েছে শেষ চারে। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে বিদায় করর সেমি নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।
প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে ছিল বুরুশিয়া। কিন্তু ঘরের মাঠে সবাইকে চমকে দিয়ে স্প্যানিশ ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে। এতে দুই লেগ মিলিয়ে বুরুশিয়া জিতেছে ৫-৪ গোলের ব্যবধানে।
সিগনাল ইদুনা পার্কে পিছিয়ে থেকে মাঠে নামে ডর্টমুন্ড। এরপর ম্যাচের ৩৪ মিনিটে ডর্টমুন্ডকে এগিয়ে নেন জুলিয়ান ব্রান্ডট। ম্যাট হামেলসের পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে কোন ভুল করেননি জুলিয়ান। কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। মিমিট পাঁচেক পর আবারো গোলের দেখা পায় ক্লাবটি। এবার বল জালে জড়না ইয়ান মাতসেন।
লিড নিয়ে মধ্যবিরতিতে যায় জার্মান ক্লাবটি।তবে বিরতি থেকে ফিরেই গোল হজম করে বুরুশিয়া। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ম্যাট হামেলস। এরপর ৬৪ মিনিটে আবারো বুরুশিয়া ডর্টমুন্ডের জালে বল পাঠায় আনহেল কোরেরার। এতে সমতায় ফেরে অ্যাতলেতিকো।
কিন্তু তখনো ম্যাচের অনেক নাটকীয়তা বাকি ছিল। চমক দেখিয়ে মাত্র চার মিনিটে দুই গোল করে ম্যাচ জিতে নেয় ডর্টমুন্ড। ৭১ মিমিটে নিকোলা ফুলক্রুগ এবং ৭৪ মিনিটে সাবিতজার গোলে সেমিফাইনাল নিশ্চিত করে জার্মান ক্লাবটি।
আরও পড়ুন: ব্রাজিলের দুই জয়, প্রথম ম্যাচ ড্রর পর আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/এমএ