পুরো মৌসুমজুড়ে দারুণ খেলছেন নোভাক জোকোভিচ। শীর্ষস্থানে থেকেই বছর শেষ করতে চান তিনি। আর সেই লক্ষ্যে এটিপি ফাইনালসে মাঠে নেমে হোলগার রুনের বিপক্ষে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ শিরোপা জয়ের লক্ষ্যে কঠিন প্রতিপক্ষ রুনের মুখোমুখি হন। এর আগে চারবারের দেখায় সমান দুটি করে জয় ছিল তাদের। এই জয়ের মধ্য দিয়ে অষ্টমবারের মতো বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থানে থেকে বছর শেষ করবেন তিনি।
রবিবার (১২ নভেম্বর) রাতে ইতালির তুরিনে এটিপি ফাইনালস এর রাউন্ড রবিন ম্যাচে ডেনিস রুনের তারকা বিপক্ষে তিন ঘণ্টা চার মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ সেটে ম্যাচ জিতে নেন ৩৬ বছর বয়সী জোকোভিচ।
প্রথম সেটে দারুণ টক্কর হয় দুইজনের মধ্যে। তবে শেষ পর্যন্ত ৭ (৭)-৬ (৪) গেমে জয় দিয়ে প্রথম সেট শুরু জোকোভিচ। দ্বিতীয় সেটে ৬ (১)-৭ (৭) গেমে ফিরে ম্যাচ জমিয়ে তোলেন রুনে। তৃতীয় সেট হয় ম্যাচ নির্ধারণী হিসেবে। শেষ সেটে জোকোভিচের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি ২০ বছর বয়সী রুনে।
তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে এটিপি ফাইনালসের শুরুটা জয় দিয়ে রাঙান জোকোভিচ। এবছর ইউএস ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতে ঝুলিতে রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্লাম নিয়ে সবার ওপরে রয়েছেন এ সার্বিয়ান টেনিস তারকা। তুরিন এটিপি ফাইনালে যদি জিতলে ফেদেরারকে টপকে যাবেন জোকার।
আরও পড়ুন: ১৭ সেকেন্ডে গোল খেয়েও জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এসএফ/এজে