আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ার্স ড্রাফট আগামী নভেম্বর বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলো ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আগামী ৩১ অক্টোবরের মধ্য ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে।
ফ্রাঞ্চাইজিগুলো চাইলে ছয়জনের কম ক্রিকেটারকেও ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফিরিয়ে আনতে পারবে।
নিলামের পূর্বে কোনো ক্রিকেটারকে প্রথম পছন্দ হিসাবে কোনও দল ধরে রাখবে তাঁকে ১৮ কোটি টাকা গুনতে হবে। দ্বিতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দ হিসাবে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে তাঁকেও ১৮ কোটি টাকা দিতে হবে। পঞ্চম পছন্দের জন্য দিতে হবে ১৪ কোটি টাকা। ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরে রাখতে হলে ৪ কোটি টাকা দিতে হবে। ধরে রাখতে পারে এমন ক্রিকেটারদের নাম প্রাথমিকভাবে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।
গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভেড়াবে বলে জানা গিয়েছে। গত আইপিএলে দুই কোটি রুপি ভিত্তি মূল্যে চেন্নাইতে খেলেছিলেন বাংলাদেশি এ পেসার।
গত আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচ ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট শিকার করেছিলে মুস্তাফিজ। সে আসরে চেন্নাইয়ের দ্বিতীয় সফল বোলার ছিলেন বাঁ-হাতি এ পেসার।
প্রথম পছন্দ (১৮ কোটি রুপি) – রুতুরাজ গায়কোয়াড়
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি) – শিবম দুবে
তৃতীয় পছন্দ (১১ কোটি) – মাথিশা পাথিরানা
চতুর্থ পছন্দ (১৮ কোটি) – রবীন্দ্র জাদেজা
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি) – মহেন্দ্র সিংহ ধোনি
রাইট টু ম্যাচ কার্ড – এক জন।
আরও পড়ুন: যেভাবে টিকে রয়েছে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর ২৪/এইচআই