Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা অজি তারকার অবসর ঘোষণা

Marcus Stoinis Australian cricketer
অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ছবি- ক্রিকইনফো

মরার ওপর যেন খাড়ার ঘা পড়লো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক তারকা ক্রিকেটার হারাচ্ছে দলটি। এবার বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগেই আকস্মিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন দলটির তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। আর এতেই বড় ধাক্কা খেলো অজিরা।

আজ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে বলা হয়েছে ঘোষণা দেওয়ার পর থেকে অর্থাৎ এখন থেকেই ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টয়নিস। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন না তিনি।

এদিকে এর আগে চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের খেলা। এমন আশঙ্কার কথা জানান দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিজে। এছাড়া চোটের কারণে টুর্নামেন্টটি থেকে ছিটকে গেছেছেন আরেক অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শও। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু বিপাকে পড়ছে দলটি।

আরও পড়ুন:

» ম্যাচ হেরে যে বিদেশি ক্রিকেটারকে দায় দিলেন মিরাজ

» ভারত-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (৬ ফেব্রুয়ারি ২৫)

অবসরের ঘোষণায় স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল আমার জন্য এক অসাধারণ যাত্রা। আর সবুজ ও সোনালির হয়ে খেলা প্রতিটি মুহূর্তের জন্য আমি গর্ববোধ করি। সর্বোচ্চ পর্যায়ে আমি নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা আমি সারাজীবন উদযাপন করব।’ 

অবসর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা আমার জন্য সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি এটাই আমার সরে যাওয়ার এবং নিজের ক্যারিয়ারের পরের অধ্যায়ে নজর দেয়ার সেরা সময়। রনের (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে আমার দারুণ সম্পর্ক আর আমি তার সমর্থনের জন্য ভীষণভাবে কৃতজ্ঞ।’

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন মার্কাস স্টয়নিস। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ ইনিংসে ব্যাট হাতে ১৪৯৫ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে ৪৮ উইকেটও শিকার করেছেন অস্ট্রেলিয়ার হয়ে দুই ফরমেটেই বিশ্বকাপ জয়ী এই তারকা অলরাউন্ডার।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। যেখানে নিজের দলকে ভালো খেলতে উৎসাহিত করবেন বলে জানান মার্কাস স্টয়নিস। 

ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট