আজ মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ‘আই’ গ্রুপে খেলবে জামাল ভূঁইয়ারা। আই গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ফিলিস্তিন, লেবানন এবং বিশ্বকাপে নিয়মিত এশিয়ার প্রতিনিধিত্ব করা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে নিজেদের গ্রুপে পেয়ে উচ্ছ্বসিত মালদ্বীপের বিপক্ষে গোল পাওয়া রাকিব হোসেইন।
বিশ্বকাপের বাছাইপর্বে তিনটি দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েতে মোট ৬ টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম ম্যাচে আগামী ১৬ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে নামবে বাংলাদেশ। বড় দলগুলোর সাথে ম্যাচ খেলার খুব একটা সুযোগ পায় না বাংলাদেশ। তাই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত পুরো দল।
মালদ্বীপের বিপক্ষে আজ প্রথম গোল করা বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, ‘বিশ্বকাপে প্রায় নিয়মিত খেলে অস্ট্রেলিয়া, এমনকি এবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও ম্যাচ খেলেছে। তাই এমন একটি দলের বিপক্ষে মাঠে নামতে পারলে আমরা নতুন অনেক কিছু শিখতে পারব, অর্জন করতে পারব অভিজ্ঞতা।’
এর আগে সংবাদ সম্মেলনে রাকিবদের কোচ হ্যাভিয়ের কাবরেরা অস্ট্রেলিয়ায় খেলাতে যাওয়ার সুযোগ আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এবারই প্রথম বাংলাদেশ অস্ট্রেলিয়ায় খেলবে এমন নয়। ২০১৮ বিশ্বকাপেও পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন:বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন শোয়েব মালিক
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমএ