Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার লক্ষ্য ট্রফি পুনরুদ্ধার ও ফাইনাল

Australia test team
অস্ট্রেলিয়া টেস্ট দল। ছবি- সংগৃহীত

সিডনিতে ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত টেস্টে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে এক অসাধারণ সুযোগ। এক দশকের মধ্যে প্রথমবারের মতো বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধারের পাশাপাশি, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে স্থান নিশ্চিত করার পথে এগিয়ে যেতে চায় দলটি।

দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার সম্ভাবনাও বেড়েছে।

বর্তমানে, পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি জয়ই লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করবে। সিডনিতে ড্র করলেও বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করা সম্ভব হবে, তবে টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য তাদের শ্রীলঙ্কা সফরে অন্তত একটি ড্র করতে হবে।

অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘গত ২৪ মাসের কঠোর পরিশ্রমের পুরস্কার হবে এই ফাইনাল। এটি এমন একটি দল যারা অভিজ্ঞতা, দক্ষতা এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি ব্যক্তিত্বদের নিয়ে গঠিত। তবে আমরা খুব বেশি দূরদর্শী চিন্তা করতে চাই না। আমাদের এক ধাপ করে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত অত্যন্ত দক্ষ এবং প্রতিদ্বন্দ্বী দল। তারা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেখিয়েছে। সিডনিতে আমাদের মূল লক্ষ্য হবে টেস্ট ম্যাচটি জেতা এবং ট্রফি পুনরুদ্ধার করা।’

মেলবোর্ন টেস্ট চলাকালীন মিচেল স্টার্কের ফিটনেস নিয়ে কিছু উদ্বেগ দেখা গিয়েছিল, কারণ বাঁহাতি এই পেসার পাঁজরে অস্বস্তি অনুভব করেছিলেন। তবে ক্যারি জানিয়েছেন, স্টার্ক সম্পূর্ণ প্রস্তুত থাকবেন, ‘স্টার্ক একজন সাহসী ক্রিকেটার। আমি তার সঙ্গে অনেকদিন ধরে খেলছি। তিনি হয়তো পাঁজর ধরে রাখবেন, তবে প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত থাকবেন।’

আরও পড়ুন:

» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (২ জানুয়ারি ২৫)

» পিএসএলের ড্রাফটে সাকিব-মুস্তাফিজসহ নাম দিয়েছেন যারা

মিচেল মার্শ সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচিত হলেও ক্যারি তার ওপর পূর্ণ আস্থা রেখেছেন। তিনি বলেন, ‘যখনই আমরা কাউকে আলোচনায় এনেছি, তখন সত্যিকারের অস্ট্রেলিয়ান কায়দায় তাদের সাফল্য দেখেছি। তাই আমি মনে করি এটি মিচের সময়।’

ভারতের বিপক্ষে গত এক দশকে বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করতে পারেনি অস্ট্রেলিয়া। তবে এবার চূড়ান্ত ম্যাচে জয় পেলে ট্রফিটি ঘরে তুলতে পারবে তারা। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স এবং তাদের দলের অভিজ্ঞ সদস্যদের ওপর ভর করেই তারা এই লক্ষ্যে এগোতে চায়।

ভারতের কোচ এবং অধিনায়ক সিডনির উইকেটে প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত। বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো খেলোয়াড়দের দলে থাকায় ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া।

আইসিসি ইতোমধ্যেই ঘোষণা করেছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপ  ২০২৩-২৫-এর ফাইনাল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। সাউথ আফ্রিকা ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এবং এখন অপেক্ষা অস্ট্রেলিয়া ও অন্যান্য দলের পারফরম্যান্সের ওপর। ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। যদিও তারা ফাইনালের দৌড়ে এগিয়ে, তবে প্রতিপক্ষ ভারতীয় দল চূড়ান্ত লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

অস্ট্রেলিয়ার দলে স্টার্ক, কামিন্স, লাবুশেন এবং স্মিথের মতো ক্রিকেটার থাকায় দলটি আত্মবিশ্বাসী। অন্যদিকে, ভারতের দলে আছে অশ্বিন, বুমরাহ এবং কোহলির মতো খেলোয়াড়, যারা প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করতে পারে।

সিডনির ম্যাচটি শুধুমাত্র একটি টেস্ট নয়, বরং এটি অস্ট্রেলিয়ার জন্য ঐতিহাসিক ট্রফি পুনরুদ্ধার এবং টেস্ট চ্যাম্পয়নশিপ ফাইনালে যাওয়ার পথ। দলের ভেতরের সংহতি, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সাফল্যের ভিত্তিতে অস্ট্রেলিয়া এই ম্যাচে এগিয়ে থাকলেও, ভারতীয় দলও চমক দেখানোর জন্য প্রস্তুত।সামনের কয়েক দিন ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চে ভরা থাকবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কে জয়ী হবে, সেটাই এখন দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৫/আইআর/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট