Connect with us
ফুটবল

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

Aus Squad for BD
অষ্ট্রেলিয়া ফুটবল দল। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে সকারুরা। এর আগে প্রথম পর্বে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি।

বিশ্বকাপ বাছাইয়ের এই দ্বিতীয় পর্বে হোম-এওয়ে মিলিয়ে মোট ৬ টি ম্যাচ খেলার সুযোগ পাবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে সকারুদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে গত কাতার বিশ্বকাপে খেলা অনেক ফুটবলারই সুযোগ পেয়েছেন। প্রায় নিয়মিত ফুটবল বিশ্বকাপে খেলা সকারুরা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অর্জেন্টিনার কাছে হেরে বাদ পড়ে। সেবার আলবিসেলেস্তেদের বিপক্ষে লড়াই করে হারতে হয় গ্রাহাম আর্নল্ডের দলকে।

সুতরাং বোঝাই যাচ্ছে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী! ফিফার সবশেষ র‌্যাংকিং অনুযায়ী অস্ট্রেলিয়ার অবস্থান ২৭ নম্বরে, অন্যদিকে বাংলাদেশের র‌্যাংকিং ১৮৩ নম্বর।

আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে বাংলাদেশকে আতিথ্য দেবে অষ্ট্রেলিয়া।

অষ্ট্রেলিয়া স্কোয়াড: ম্যাট রায়ান, জো গাউসি, অ্যাশলে মেনার্ড-ব্রুয়ার, আজিজ বেহিচ, জর্ডি বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সার্কাটি, লুইস মিলার, কাই রোলস, হ্যারি সাউটার, রায়ান স্ট্রেন, কিয়ানু ব্যাকাস, জ্যাকসন আরভিন, ম্যাসিমো লুওঙ্গো, কনর মেটকাফ, এইডেন ও’নিল, ব্র্যান্ডন বোরেলো, মার্টিন বয়েল, মিচ ডিউক, ক্রেগ গুডউইন, জেমি ম্যাক্লারেন, স্যাম সিলভেরা, কুসিনি ইয়েঙ্গি।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলের মতো ইনিংস আমরাও খেলতে পারি: সুজন

ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল