Connect with us
ক্রিকেট

নারী অ্যাশেজের দুই ফরমেটে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

Australia women team for Ashes
অস্ট্রেলিয়া নারী দল। ছবি- সংগৃহীত

নারী অ্যাশেজকে সামনে রেখে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল তাদের হোয়াইট বল স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অধিনায়ক অ্যালিসা হিলি, যিনি হাঁটুর চোটের কারণে ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ মিস করেছিলেন। তবে তার উইকেটরক্ষক হিসেবে ভূমিকা পালন করা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।

অ্যালিসা হিলি ইতোমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেছেন। তবে সেই ম্যাচে তিনি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেননি। অ্যাশেজের আগে নিজেকে পুরোপুরি ফিট করার লক্ষ্যে তাকে ৯ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে গভার্নর-জেনারেল একাদশে রাখা হয়েছে।

এই প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার মাধ্যমে হিলি তার হাঁটুর বর্তমান অবস্থা যাচাই করতে চান। তিনি জানান, ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ‘এই প্রস্তুতি ম্যাচ উইকেটরক্ষক হিসেবে কিছুটা সময় কাটানোর জন্য আমার জন্য বড় সুযোগ হবে। তবে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না,’ বলেছেন হিলি।

তিনি আরও যোগ করেন, ‘অ্যাশেজের টাইট সূচি সামনে রেখে হাঁটুর সমস্যাকে আরও জটিল না করা গুরুত্বপূর্ণ। সামনের কয়েকদিনে হাঁটু কীভাবে সাড়া দেয়, সেটাই মূল পরীক্ষা হবে।’

অ্যাশেজ স্কোয়াডের জন্য অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সোফি মোলিনিউক্স। উইমেনস বিগ ব্যাশ লিগ (ডব্লিউবিবিএল)-এর শেষ আসরে হাঁটুর চোট পান মোলিনিউক্স। ভারতের বিপক্ষে সিরিজে খেলতে গিয়েও এই চোট আরও গুরুতর আকার ধারণ করে।

আরও পড়ুন:

» বার্সেলোনায় দানি ওলমোর খেলা নিয়ে অনিশ্চয়তা

» সাফজয়ী কোচ গোলাম রব্বানী আবারও ফিরছেন বাফুফেতে

দলের ফিজিওথেরাপিস্ট কেট বিয়রওর্থ নিশ্চিত করেছেন যে মোলিনিউক্সকে আগামী মাসে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। ‘সোফি মোলিনিউক্সের বাম হাঁটুর অস্ত্রোপচার হবে। এরপর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় সম্পর্কে আরও তথ্য দেওয়া হবে,’ বলেন বিয়রওর্থ।

মোলিনিউক্সের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। তার অলরাউন্ড দক্ষতা এবং অভিজ্ঞতা দলকে ভারসাম্য এনে দিত। তার পরিবর্তে দলে কে সেই শূন্যস্থান পূরণ করবেন, তা নিয়ে এখনই কোনও ঘোষণা দেওয়া হয়নি।

তরুণ প্রতিভা জর্জিয়া ভল স্কোয়াডে তার জায়গা ধরে রেখেছেন। ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স নজরকাড়া ছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে একাদশে দেখা যায়নি। অ্যাশেজে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে গ্রেস হ্যারিসকে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্য রাখা হয়েছে। যদিও তিনি ওয়ানডে সিরিজে অংশ নেবেন না, তবে তার ব্যাটিং ক্ষমতা এবং অভিজ্ঞতা টি-টোয়েন্টি ফরম্যাটে দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।

নারী অ্যাশেজ সিরিজটি একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গঠিত। সিরিজের শুরু হবে ১২ জানুয়ারি নর্থ সিডনি ওভালে প্রথম ওয়ানডে দিয়ে।
ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে নর্থ সিডনি, মেলবোর্ন, এবং হোবার্টে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সিডনি, ক্যানবেরা, এবং অ্যাডিলেডে। টেস্ট ম্যাচটি ৩০ জানুয়ারি থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড:
অ্যালিসা হিলি (অধিনায়ক), ডারসি ব্রাউন, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহাম।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৪/আইআর/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট