বিশ্বকাপে পাঁচ বারের চ্যাম্পিয়নরা এখন যেন রীতিমতো উড়ছে। শুরুটা অবশ্য বাজেভাবেই করেছিল কিন্তু গত তিন ম্যাচে ব্যাটারদের নৈপুণ্যে এখন দারুণ ফর্মে ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সরা। তাই সেমিফাইনালের স্বপ্নও দিনে দিনে আরও রঙিন হচ্ছে অজিদের জন্য।
বিশ্বকাপের পর ভারতের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সে জন্য আজ (২৮ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে আশ্চর্যের বিষয় হলো স্কোয়াডে রাখা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডসহ কয়েকজন মূল দলের ক্রিকেটারদের।
ভারতের বিপক্ষে সিরিজ শেষ করেই নিজেদের ঘরের মাঠে পাকিস্তানকে আতিথেয়তা দেবে অজিরা। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে তাদের। মূলত এজন্যই দলের পাঁচ জন মূল ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে।
আর বিশ্বকাপের পর ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ পাঁচটি হবে যথাক্রমে ২৩, ২৬, ২৮ নভেম্বর এবং ১ ও ৩ ডিসেম্বর।
আরও পড়ুন: কেন ম্যানচেস্টার সিটি ছাড়তে চান বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন?
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এমএস/এসএ