টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে ৩৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৪ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করেন স্বাগতিকরা।
আজ (সোমবার) ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলেন প্যাট কামিন্সরা।
এ দিন ২০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাথিউ শর্ট ৪ বলে শাহিন আফ্রিদির বলে এবং ১৪ বলে ১৬ রান করে নাসিম শাহর শিকার হলে ফেরেন জ্যাক ফ্রেশার মার্কগার্ক। এর পর স্টিভ স্মিথ এবং জস ইনগিলিস ঠান্ডা মেজাজে রান তুলতে থাকেন। তারা ৮৬ রানের জুটি বেঁধে প্রায় জয় নিশ্চিত করে ফেলেন। তবে হারিস রউফের শিকার হয়ে স্মিথ ফিরলে বিপাকে পড়েন অজিরা।
স্মিথের আউট হওয়ার কিছুক্ষণ পরে ইনগিলিস ৪১ বলে ৪৯ রানে করে আফ্রিদির বলে ফেরেন। এরপর উইকেট হারানোর প্রতিযোগিতায় মাতেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। দলীয় ১৩৯ রানে হারান ৬ উইকেট।
এরপর শন অ্যাবটকে সঙ্গে করে দলের হাল ধরেন অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ১৮৫ রানের মাথায় রান আউট হয়ে
অ্যাবট ফিরলে আবারও চাপে পরেন অজিরা। তবে ৩১ বলে ৩২ রান করে অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কামিন্স। ফলে ২ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে বল হাতে ৯ ওভার বল করে ৬৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করে রউফ। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৩ রান দিয়ে ২ টি উইকেট শিকার করেন শাহিন। ১ টি করে উইকেট পান নাসিম এবং মোহাম্মদ হাসনাইন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ৫ বলে ১ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। ২২ গজে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার আব্দুল্লাহ শফিকও। এরপর খাদের কিনারা থেকে দলকে তোলার চেষ্টা করেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। তবে ব্যক্তিগত ৩৭ রানে বাবর ফিরলে আবারও চাপে পড়েন পাক-বাহিনীরা। শেষ পর্যন্ত রিজওয়ানের ৪৪ রানের এবং নাসিমের ৪০ রানের কল্যাণে ২০৩ রান তুলতে সক্ষম হন পাকিস্তান।
আরও পড়ুনঃ এ মাসেই মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৪ নভেম্বর ২৪/এইচআই