সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আজ (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ৬ বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দুই ম্যাচে পরাজয় লঙ্কানদের।
এদিন টসে জিতে ব্যাট করতে মাঠে নামে শ্রীলঙ্কা। শুরুতেই অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়েন লঙ্কান মেয়েরা। মাত্র ৬ রানে দুই উইকেট হারায় সিংহীরা। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
লঙ্কানের হয়ে ব্যাট হাতে ৪০ বলে ২৯ রান করেন নিলাকশি ডি সিলভা। এছাড়াও ৩৫ বলে ২৩ রান করেন হারশিতা মাদাভি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মেগান শুট।
আরও পড়ুন: বিপিএলে সাকিব খেলবেন কি না জানাল রংপুর
সহজ তাড়া করতে নেমে শুরু ভালো হয়নি অজিদের। মাত্র ১৪ রানেই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এলিশা হিলি ৪ রান এবং জর্জিয়া ওয়েরহাম রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এলিশি পেরিও ১৫ বলে ১৭ রান করে ফেরেন।
ওপেনার বেথ মুনি এক প্রান্ত আগলিয়ে রেখে অজিদের জয়ের পথ সহজ করেন। ৩৮ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩৪ বল এবং ৬ উইকেট হাতেই রেখেই জয়ে লক্ষ্যে পৌঁছে যাই অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট শিকার করেন উদেশিকা প্রবোধনী, সুগান্ধীকা কুমারী এবং ইনোকা রানাওয়েরা।
ক্রিফোস্পোর্টস/০৫ অক্টোবর ২৪/এইচআই