চারটি দল ছাড়া বাকি ৬টি দলের বিশ্বকাপ মিশন শেষ হচ্ছে। যে কাতারে রয়েছে বাংলাদেশও। বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাকিব বিহীন দলের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে। টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্যাট কামিন্স।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশার সমীকরণ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া তানজিম সাকিবের জায়গায় মুস্তাফিজ। শরীফুলের পরিবর্তে আছেন নাসুম আহমেদ। স্কোয়াডে গেলেও একাদশে নেই বিজয়।
আগের ম্যাচে আফগানদের উপর ঝড় বইয়ে দেওয়া ম্যাক্সওয়েল আজ খেলছেন না। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে মিচেল স্টার্ককেও। স্টিভ স্মিথের সঙ্গে ফিরেছেন শন অ্যাবট।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পা ও জশ হ্যাজলউড।
আরও পড়ুন: ব্যর্থতার পর আইসিসির নিষেধাজ্ঞা, সংকটে শ্রীলঙ্কার ক্রিকেট
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এজে