হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে অজিদের বোলিং নৈপুণ্যে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় গোটা দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ৬ ওভার ৫ বলেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মানুকা ওভালে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামে স্বাগতিকরা। এই ম্যাচে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলা জাভিয়ের বার্টলেট। প্রথম দুই ম্যাচ জিতে এর আগেই সিরিজ নিশ্চিত করেছিল অজিরা।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩২ রান করেছেন ওপেনার অ্যালিক অ্যাথানেজ। এছাড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শত রানের আগেই অলআউট হয়ে যায় উইন্ডিজ। বার্টলেট ছাড়াও জোড়া উইকেট শিকার করেন ল্যান্স মরিস এবং এডাম জাম্পা।
৮৭ রানের ছোট লক্ষ্য পূরণ করতে বেশি সময় নেয়নি অজি ক্রিকেটাররা। নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ওপেনার। জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও জশ ইংলিস ওপেনিং জুটিতে মাত্র ২৭ বলে তুলে নেন ৬৭ রান। এরপর ম্যাগার্ক আউট হলেও ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন আরেক ওপেনার।
ম্যাগার্ক খেলেন ১৮ বলে ৪১ রানের একটি ঝড়ো ইনিংস। যেখানে দেখা যায় ৫ চার ও ৩ ছক্কার মার। এদিকে ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন জশ ইংলিস। এতে করে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। আগামী ৯ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আরও পড়ুন: লালকার্ডের ছড়াছড়ির ম্যাচে জিততে পারলো না আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এফএএস