Connect with us
ক্রিকেট

পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করাচ্ছে অস্ট্রেলিয়া

AUS vs PAK test
অসি ব্যাটার উসমান খাজার শটের দিকে তাকিয়ে আছেন শান মাসুদ। ছবি- ক্রিকইনফো

পার্থ টেস্টে চতুর্থ দিনে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও পুনরায় ব্যাটিংয়ে নামে অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এরই মাঝে তিনশোর অধিক রানের লিড নিয়ে ফেলেছে তারা। দিনের শুরুতে জুটি ভাঙ্গলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১২০ রান।

গত ১৪ ডিসেম্বর পার্থে শুরু হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথম ইনিংসে দেড় দিন ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৮৭ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। ইনিংসের সর্বোচ্চ ১৬৪ রান করেন ডেভিড ওয়ার্নার। ৯০ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন মিচেল মার্শ।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় ২৭১ রানে। ইমামুল হক ব্যতীত আর কেউ পাননি পঞ্চাশোর্ধ রানের দেখা। এতে করে প্রথম ইনিংস শেষে ২১৬ রানের পিছিয়ে থাকে পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে সুযোগ থাকে পাকিস্তানকে ফলো-অন করানোর। তবে তারা যেন সিদ্ধান্ত নেয় পাকিস্তানকে রান পাহাড়ে চাপা দেওয়ার।

দ্বিতীয় ইনিংসের শুরুতে মাত্র পাঁচ রানে ২ উইকেট হারিয়ে ফেললে তাদের সেই সিদ্ধান্ত অনেকটা প্রশ্নবিদ্ধ হয়। আগের ইনিংসের সর্বোচ্চ রান করা ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ইনিংসে আউট হন কোন রান না করেই। তবে এরপরেই উসমান খাজা ও স্টিভ স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অজিরা। তৃতীয় দিনের খেলা শেষে আর কোন উইকেট না হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে তারা।

তবে চতুর্থ দিনের সকালে ব্যক্তিগত ৪৫ রানে স্মিথ আউট হলে ভাঙ্গে ওসমান খাজার সাথে তার ৮২ রানের ঘুরে দাঁড়ানো জুটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি মারনাস লাবুশেন এবং বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা ট্রাভিস হেডও। উইকেটে মিচেল মার্শের সঙ্গে এখন পর্যন্ত উইকেটে টিকে আছেন ওপেনার উসমান খাজা।

দ্রুত পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন মিচেল মার্শ। প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানকে ৩৩৬ রানের লিড দিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে দুই সেশন ব্যাট করে শেষ বেলায় রানের পাহাড়ে চাপা দিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ে নামাতে চাইবে অজিরা।

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালসহ আজকের খেলা (১৭ ডিসেম্বর ২৩)

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট