Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

BanW vs AusW
৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

আইসিসির ভবিষ্যত সফরসূচীর অংশ হিসেবে চলতি বছরে মার্চের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সফরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজি মেয়েরা। তবে দ্বিপক্ষীয় সিরিজের বাইরেও এই সফরটি অস্ট্রেলিয়ার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। তাই সফরটি অস্ট্রেলিয়ার কাছে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।

এর আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। তাই মার্চে সিরিজটি অনুষ্ঠিত হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদের জন্য এটিই হবে প্রথম কোনো খেলা দ্বিপক্ষীয় সিরিজ৷ ২০১৪ বিশ্বকাপে খেলে গেলেও বাংলাদেশের উইকেট সম্পর্কে ভালো কোনো ধারণা নেই অস্ট্রেলিয়ার মেয়েদের।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশে যেহেতু বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই এখানকার উইকেট সম্পর্কে আমরা ধারণা নিতে চাই, খোঁজ খবর রাখতে চাই। আমরা এখানকার পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে চাই।’

২০২৪ সালের মার্চের শেষের দিকে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের। উপমহাদেশের কন্ডিশনে বরাবরই স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই অস্ট্রেলিয়াও আসন্ন সফরটিতে স্পিনারদের উপর বাড়তি গুরুত্ব দিতে পারে। ফ্লেগলার বলেন, ‘দলে একজন বাঁহাতি স্পিনার থাকা যে কোন দলের জন্যই ভালো। আমাদের দলে যে পরিমাণ স্পিনার আছে সেটা অসাধারণ একটি ব্যাপার।’

আরও পড়ুন: পাক-ভারত দীপাক্ষিক সিরিজ সময়ের দাবি, বলছেন পিসিবি প্রধান

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট