Connect with us
ক্রিকেট

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া

Crifo Australia
বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া বোর্ড।

বাংলাদেশজুড়ে চলছে বিপিএলের দাপট। তবে আর মাত্র দুটি ম্যাচ পরই শেষ হবে বিপিএলের দশম আসর। কিন্তু এর আগেই আরেক সিরিজ নিয়ে হইচই শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় দল খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বসে থাকবে না নারী দলও। তারা খেলবে অস্ট্রেলিয়ার নারী দলের বিরুদ্ধে। প্রথমবার বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বছর পুরুষদের পাশাপাশি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। পুরুষদের বিশ্বকাপ আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজে হলেও নারীদের আসর বসবে বাংলাদেশে। তাই কন্ডিশন, আবহাওয়া আর ভেন্যুর সঙ্গে মানিয়ে নিতেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী দল।

এই সিরিজের জন্য পূর্ণাঙ্গ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। অ্যালিসা হিলির কাঁধে নেতৃত্বের ভার দিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এই দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ বিশ্বকাপে খেলতে আসলেও কখনো সিরিজ খেলতে আসেনি অস্ট্রেলিয়া। সে হিসাবে ১০ বছর পর আবারও সোনার বাংলায় আসছে অজি নারীরা।

আসছে মার্চ-এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এখনো চূড়ান্ত হয়নি সিরিজের সূচি। তবে এরই মধ্যে বাংলাদেশ সফরে কারা আসবে তা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ১৬ সদস্যের ওই দলে গ্রেস হ্যারিস শুধু টি-টোয়েন্টি খেলবেন। বাকি ১৫ জন দুই ফরম্যাটেই খেলবেন।

অস্ট্রেলিয়ার ১৬ সদস্যের দল: অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), সোফি মলিনেক্স, বেথ মুনি, ফোবি লিচফিল্ড, এলিস পেরি, মেগান স্কাট, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক ও অ্যানাবেল সাদারল্যান্ড।

আরও পড়ুন: দৃষ্টিকটু উদযাপন: সৌদিতে রোনালদোকে ঘিরে সমালোচনা

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট