টানা দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি ভারতের। তাই এবার যেন কোমর বেধেই নেমেছিল রোহিত-কোহলিরা। গোটা টেস্ট চক্রে ভালো ভাবেই এগোচ্ছিল দুবারের রানার্সআপরা। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে বড় ধাক্কা খায় ভারত। আর এবার অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে পরাজিত হয়ে শিরোপার লড়াই থেকেই ছিটকে গেল তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। তবে এমন ম্যাচে তারা অজিদের কাছে পরাজিত হয়েছে মাত্র আড়াই দিনের মাথায়। যেখানে স্বাগতিকদের ১৬২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। যা মাত্র ২৭ ওভারে ৬ উইকেট হাতে রেখে পূরণ করে নেয় অস্ট্রেলিয়া।
এই জয় টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল অজিরা। আগের বার তাদের কাছে ফাইনালে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল ভারত। এবার এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ফাইনালের লড়াইয়ে কোয়ালিফাই করা থেকে ছিটকে গেল রোহিতরা। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ পেল পাকিস্তান
» দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়, বিপদে পাকিস্তান
এদিকে কেবল ভারতেরই নয়, প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে শ্রীলঙ্কারও। আজ যদি অস্ট্রেলিয়া হারত, তবেই টিকে থাকতো শ্রীলঙ্কার শেষ আশা। কেননা এরপর অজিদের বিপক্ষেই চলতি মাসে টেস্ট সিরিজে মুখোমুখি হবে লঙ্কানরা। যেখানে ভালো করলে সুযোগ থাকত ফাইনালে খেলার। তবে আজ অস্ট্রেলিয়ার জয়ের মধ্য দিয়েই নিশ্চিত হয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুই টিকিট।
আর টানা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি অন্য আরেক সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মৌসুমের পর এবারই প্রথম বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারতকে হারানোর কীর্তি গড়ল তারা। এমনকি ২০১৬-১৭ মৌসুম থেকে টানা প্রতিবার এই বিপাক্ষ নিজেদের করে নিয়েছে ভারত।
প্রসঙ্গত, সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে সিডনিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। জবাব দিতে নেমে ১৮১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে দ্বিতীয় ইনিংসে কিছুটা এগিয়ে থেকেই ব্যাটিংয়ে আসে কোহলিরা। যেখানে তারা তুলতে পারে মাত্র ১৫৭ রান। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উসমান খাজা, ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টারের ব্যাটে ভর করে ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৫/এফএএস