ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম সংস্করণ টেস্টের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল নিয়ে সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়ার লড়াই বেশ জমে উঠেছে। কখনো এক নম্বরে ভারত থাকছে তো কখনো রোহিতের দলকে হটিয়ে শীর্ষস্থান দখল করছে অস্ট্রেলিয়া। এই যেমন আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ভারতকে দুইয়ে ঠেলে এক নম্বরে উন্নীত হয়েছে অজিরা।
আজই টেস্ট ক্রিকেটের বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি (আইসিসি)। সেখানে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দুই থেকে এক নম্বরে উঠে এসেছে প্যাট কামিন্সের দল। আর ১২০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে দুইয়ে নেমে গেছে ভারত। এই দুই দল ছাড়া র্যাঙ্কিংয়ে আর কোন দলের পরিবর্তন ঘটেনি।
তিনে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৫ ও চারে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৩। একশো’র বেশি রেটিং পয়েন্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলেরই আছে শুধু। এছাড়া ৯৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে নিউজিল্যান্ড রয়েছে। ছয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৯। ৮৩ ও ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের সাত ও আট নম্বরে যথাক্রমে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ৫৩ পয়েন্ট নিয়ে এখনো ৯ নম্বরেই অবস্থান করছে। টাইগারদের পেছনে থাকা দল তিনটি হলো পর্যায়ক্রমে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। দশে থাকা আফ্রিকার দেশটির রেটিং পয়েন্ট ২৩, আয়ারল্যান্ডের ১৫ এবং তলানিতে থাকা আফগানিস্তান কোনো রেটিং পয়েন্ট পায়নি।
আইসিসির বার্ষিক এই হালনাগাদের সময়সীমা ছিল ২০২১ এর মে থেকে ২০২৪ এর মে মাস পর্যন্ত। এই তিন বছরের মধ্যে প্রথম দুই বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ ও পরের এক বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ ধরে হিসাব করা হয়েছে।
এখানে ভারতকে কিছুটা দুর্ভাগাই বলা যায়। কারণ শেষ দুই চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও দুই বারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। ২০১৯-২১ চক্রের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে এবং ২০২১-২৩ চক্রের ফাইনালে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাদ দিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে বার্তা দিয়ে রাখলেন মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/৩মে২৪/এমএস/বিটি