Connect with us
ক্রিকেট

সেমিফাইনালের আগে চোট নিয়ে নতুন দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

Australia receives new injury news ahead of semi-final
আফগানিস্তানের বিপক্ষে চোট পেয়েছেন অজি ওপেনার। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড়সড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। চোটের কারণে একে একে দলটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছিটকে যান। এবার চোট নিয়ে নতুন দুঃসংবাদ পেল অজিরা। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছিটকে যেতে পারেন দলটির তারকা ওপেনার ম্যাথু শর্ট।

গতকাল (শুক্রবার) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। তবে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এবং দুইদল পয়েন্ট ভাগাভাগি করেছে। এতে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অজিদের। সেই ম্যাচে আফগানিস্তান পুরো ৫০ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল। তবে অস্ট্রেলিয়ার ইনিংসে বাধা দেয় বৃষ্টি।

আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে বৃষ্টি বাগড়া দেওয়ার আগ পর্যন্ত ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসে অর্থাৎ ফিল্ডিংয়ের সময় মাংশপেশিতে চোট পান শর্ট। পরে অবশ্য ব্যাটিংয়েও নামেন তিনি এবং ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হয়ে যান।

Matthew Short

ম্যাথিউ শর্ট। ছবি- এএফপি

আরও পড়ুন:

» রিয়াল ও লিভারপুলে খেলা তারকা এখন বাংলাদেশের লিগে!

» চ্যাম্পিয়ন্স ট্রফির পর কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ? 

পরবর্তীতে শর্টের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এমনকি সেমিফাইনালের আগে তার সেরে ওঠার সম্ভাবনাও খুব বেশি নেই বলে জানিয়েছেন এই তারকা। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, চোটটা শর্টকে সমস্যা সৃষ্টি করবে। ম্যাচশেষে রাতে আমরা দেখেছি, ও ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না। পরবর্তী ম্যাচগুলো খুবই কাছাকাছি, তাই আমার মনে হয়, ও এই সময়টা তার সেরে উঠার জন্য পর্যাপ্ত নয়।’

এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, সেমিফাইনালে শর্টের খেলার সম্ভাবনা খুবই কম। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার বদলি হিসেবে দেখা যেতে পারে তরুণ ওপেনার জেইক ফ্রেজার ম্যাকগার্ককে। তাছাড়া অলরাউন্ডার অ্যারন হার্ডিকে একাদশে দেখা যেতে পারে।

‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে উঠেছে অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফিকা নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিলে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠবে। তবে আগামীকালের ভারত-নিউজিল্যান্ডের ম্যাচের পরই সেমির প্রতিপক্ষ নির্ধারিত হবে।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট