Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

Australia set the record for the highest number of runs in the power play in T20
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তুলেছে অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন অস্ট্রেলিয়ার দখলে। স্কটল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ারপ্লের ৬ ওভারে রেকর্ড সর্বোচ্চ ১১৩ রান তুলেছে অজিরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। স্বাগতিক স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে।

জবাবে প্রথম ওভারে কোনো রান না তুলেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ওভার থেকে আসে কেবল ৫ রান। এরপর ট্রাভিস হেড ও মিচেল মার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে পরবর্তী ৫ ওভারে ১০৮ রানসহ পাওয়ার প্লেতে মোট ১১৩ করে সফরকারীরা।

আরও পড়ুন:

» বিসিবি থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক

» গুরু দায়িত্ব নিয়ে পুরোনো সম্পর্ক ফিরে পেলেন দ্রাবিড় 

অবশ্য ১১৩ রানেই ভেঙে যায় এই জুটি। এই জুটিতে ট্রাভিস করেন ২২ বলে ৭৩ রান এবং মার্স ১২ বলে ৩৯ রান করেন। ম্যাচটি শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ৭ উইকেট হাতে রেখে জিতে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলে ছিল। ২০২৩ সালে সেঞ্চুরিয়নের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ১০২ রান তুলেছিল প্রোটিয়ারা।

প্রোটিয়াদের পরেই অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছিল ক্যারিবিয়ানরা।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট