Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা: কে যাবে সেমিতে, অপেক্ষা বাড়বে কার?

AUS vs SA
কে যাবে সেমিতে, অপেক্ষা বাড়বে কার?

এ গ্রুপ থেকে দুই দলের সেমিফাইনাল নিশ্চিত। বাকি দুদলের বিদায় ঘণ্টাও বেজে গিয়েছে। এবার বি গ্রুপের খেলা বাকি। আইসিসি চ্যাম্পিয়ণ্স ট্রফিতে জমে ওঠা এই পর্বে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বি গ্রুপের এই খেলায় আজ যে জিতবে তার সেমিফাইনাল নিশ্চিত হবে। অন্যদিকে হারলে বাড়বে অপেক্ষা।

রাওয়ালপিন্ডিতে ‘বি’ গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইটি শুরু হবে বিকাল তিনটায়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া একটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে। আর ইংল্যান্ডকে ইতিহাস গড়ে হারিয়েছে অস্ট্রেলিয়া।

SA win

আফগানদের উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে প্রোটিয়ারা।

দ.আফ্রিকা-আফগানিস্তানের করাচির ঐ ম্যাচে আফগান স্পিন ভীতি কাটিয়ে ৬ উইকেটে ৩১৫ রান করে প্রোটিয়ারা। এরপর পেস বোলারদের দক্ষতায় আফগানদের ২০৮ রানে বেধে ফেলে, জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকা।


আরও পড়ুন:

» শান্তর সহজ স্বীকারোক্তি- ‘একই ভুল আমরা বারবার করছি’

» চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ, সঙ্গী পাকিস্তান


অন্যদিকে অস্ট্রেলিয়ার জয়ের গৌরব আরো বেশী। বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড গড়া ইনিংসে ৮ উইকেট হারিয়ে দলীয় ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ৩৫১ করেও; শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। জস ইংলিশের অপরাজিত সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান তাড়া করে দলীয় ইনিংসে নতুন রেকর্ড গড়েই ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই।

অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে খেলছে তাদের পেস আক্রমনের সেরা চার ক্রিকেটারকে ছাড়াই। দলের প্রধান শক্তি ব্যাটিং। আর ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই বেশ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জয়ী দলের গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে।

AUS win

ইংল্যান্ডের রানের পাহাড় অনায়াসে টপকে গেছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, র‌্যাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়াইন মুল্ডার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: ম্যাথু শর্ট, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশানে, জস ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট