চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ ওমানকে ৩৯ রানে পরাজিত করেছে অজিরা। শক্তিমত্তা ও পরিসংখ্যানের দিক থেকে যোজন যোজন পার্থক্য থাকায় অনেকটা একপেশে ম্যাচ হবে সেটাই আশা করেছিলেন সবাই।
তবে আজ যতটা দাপুটে জয় প্রত্যাশা করেছিল মাইটি অস্ট্রেলিয়া, হয়তো ততটা ডমিনেন্ট করে খেলতে পারেনি দলটি। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৪ রান সংগ্রহ করে অজিরা। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান পর্যন্ত তুলতে পারে ওমান। এতে টুর্নামেন্টে টানা দুই হারের স্বাদ পেল গ্রুপের তলানিতে থাকা দলটি।
অবশ্য এদিন শুরুর দিকে ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। খুবই ধীরগতির ব্যাটিং করে দলটি। প্রথম ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান স্কোরবোর্ডে জমা করে মিচেল মার্শের দল। ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ করেন ২১ বলে মাত্র ১৪ রান। তবে শেষ ৮ ওভারে ১০১ রান তুলে ঘুরে দাঁড়ায় অজিরা।
মার্কাস স্টোনিস খেলেন ৩৬ বলে ৬ ছক্কা ও ২ চারের ৬৭ রানের একটি অসাধারণ ইনিংস। তার এমন ঝড়ো ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর করতে পারে অস্ট্রেলিয়া। অপরদিকে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রান করেন আয়ান খান।
এদিকে ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিংও করেছেন স্টোনিস। ১৯ রান খরচায় প্রতিপক্ষের ৩ উইকেট শিকার করেন তিনি। এতে করে ম্যাচ সেরার পুরস্কারটিও ওঠে স্টোনিসের হাতে। এদিকে এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার সঙ্গে সুপার ওভারে গিয়ে পরাজিত হয়েছিল ওমান। আজ হারল অস্ট্রেলিয়ার কাছে।
আরও পড়ুন: বিশ্বকাপে উগান্ডার প্রথম জয়
ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/এফএএস