এ বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই সিরিজ ঘিরে নানা পরিকল্পনা করছে দুই দেশের টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা। গত সিরিজে ব্যর্থ স্টিভ স্মিথকে ওপেন করাবে কি না তা নিয়ে চলছে আলোচনা।
টেস্টের নিয়মিত অপেনার উসমান খাওজা চাচ্ছেন ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে। এ ক্ষেত্রে স্মিথকে ৪ অথবা ৫ নাম্বারে ব্যাট করতে হবে। এক সময় অবশ্য মিডলঅর্ডারেই খেলতেন তিনি। ডেভিড ওয়ার্নারের অবসরের পর এ বিভাগ সামলাচ্ছেন ডান-হাতি এই ব্যাটার। কিন্তু গত দুই সিরিজে ব্যর্থ হওয়ায় আগামী ভারত সিরিজে তাকে ওপেন করাবেন কি না, এটা ভাবছেন টিম ম্যানেজমেন্ট।
এই বিষয়ে স্মিথ বলেন,’ ওপেন নিয়ে কি কথা হচ্ছে জানি না। আমার মনে হয়, উসমান বলেছে আমি চার নম্বরে ব্যাট করি। মার্নাস লাবুশেনও এমনটাই চাইছে। তবে দেখি কি হয়। আমি যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত। দলের যেখানে প্রয়োজন হবে, আমি সেখানেই ব্যাট করব। এতে আমার কোনো সমস্যা নাই।’
আরও পড়ুন: মাহমুদউল্লাহ ভারত সিরিজে অবসর নিলেও অবাক হবেন না আশরাফুল!
গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জ্বলে উঠতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার স্মিথ। প্রথমবার ওপেন করতে যাওয়া এই ব্যাটার শুরুতেই ছিল ব্যর্থ। প্রথম তিনটি ইনিংসে ১২, ১১ (অপরাজিত) এবং ৬ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯১ রানে ঝলমলে ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। তবে নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। ৪ ইনিংস মিলিয়ে মাত্র ৫১ করেন এই ব্যাটার।
২০১৪ সাল থেকে বর্ডার-গাওস্কর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। গত দুই বার ঘরের মাঠেই হেরেছে অস্ট্রেলিয়া। সে ধারা পরিবর্তন করে এই বার ট্রফি জিততে চাই অজিরা। এই বিষয়ে স্মিথ বলেন, ‘ এই সময় ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই টেস্ট ক্রিকেটে সেরা। গতবার আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছি। সেখানে আমরা তাদের হারিয়েছি। গত দুই বার বর্ডার-গাওস্কর ট্রফি আমরা জিততে পারিনি। তবে এ বার আমাদের জিততেই হবে।’
ক্রিফোস্পোর্টস/০৫ অক্টোবর ২৪/এইচআই