Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশ লিগে ‘অদ্ভুত’ নিয়ম আনতে চায় অস্ট্রেলিয়া!

Australia wants to introduce 'strange' rules in Big Bash League!
বিগ ব্যাশ লিগ। ছবি- সংগৃহীত

আসিসির নিয়মের বাইরে গিয়েও ঘরোয়া টুর্নামেন্টগুলো তাদের খেলায় নতুন নতুন নিয়ম অন্তর্ভুক্ত করে থাকে। ভারতের সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফিতে উদ্ভাবন হয়েছিল ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের। যা বর্তমানে আইপিএলসহ বিশ্বের কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগে চালু রয়েছে। এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অদ্ভুত দুটি নিয়ম চালু করার চেষ্টা করছে বিবিএল কর্তৃপক্ষ।

কেমন হবে যদি খেলায় এক বলেই আউট করা যায় দুই ব্যাটারকে। কিংবা শুধুমাত্র ব্যাটিং করার জন্য নামানো যাবে এক ক্রিকেটারকে। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও বিবিএলে এমনই দুটি নিয়ম চালু করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

প্রথম নিয়মের নাম দেওয়া হয়েছে ‘ডাবল প্লে রুল’। এই নিয়মে এক বলেই আউট করা যায় দুই ব্যাটারকে।

সাধারণত রান আউটের ক্ষেত্রে দুইজন ব্যাটার ক্রিজের বাইরে থাকলেও একজনই আউট হন। তবে ‘ডাবল প্লে রুল’ অনুযায়ী দুজনই আউট হবে। যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকা অবস্থায় একটি বলের সাহায্যে দু’প্রান্তের উইকেট ভেঙে দিলে দুই ব্যাটারই আউট হয়ে যাবেন।

আরও পড়ুন:

» বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করল আইসিসি, তালিকায় আছেন যারা

» বিপিএল ২০২৫ : প্লে-অফের দৌড়ে দলগুলোর সামনে যে সমীকরণ

দ্বিতীয়টি নিয়মটির নাম দেওয়া হয়েছে ‘ডেজিগনেটেড হিটার’। এই নিয়মে, শুধুমাত্র ব্যাটিং করার জন্য নামানো যাবে এক ক্রিকেটারকে। খেলায় বিপক্ষ দলকে যে কোনো এক জন ক্রিকেটারকে বেছে নিতে বলা হবে, যিনি শুধু ব্যাট করবেন। তবে তিনি চাইলে ফিল্ডিংও করতে পারবেন কিংবা তার পরিবর্তে অন্য ফিল্ডার নামানো যাবে।

তবে এই নিয়মগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এ নিয়ে ক্রিকেটার এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সব ঠিকভাবে এগোলে বিবিএলের আগামী মৌসুম থেকে চালু হতে পারে এই দুটি নিয়ম।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট