
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অধিনায়কসহ পাঁচ তারকা ক্রিকেটারকে হারিয়ে আগেই বেশ ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়া। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটাও সুখকর হলো না বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের। টুর্নামেন্ট শুরুর দিনকয়েক আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল স্টিভ স্মিথের দল।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে দুই ম্যাচের সিরিজে অজিদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক লঙ্কানরা।
এদিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮১ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশাল মেন্ডিস। ১১ চারের মারে ১১৫ বলে ১০১ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আরও পড়ুন:
» ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কে কত পাবে?
» আইপিএল শুরুর দিনক্ষণে আসছে পরিবর্তন!
আজও ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন প্রথম ম্যাচে সেঞ্চুরির নায়ক চারিথ আসালাঙ্কা। ৬৬ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লঙ্কান দলপতি। এছাড়া নিশান মাদুশঙ্কা ৭০ বলে ৫১ এবং জ্যানিথ লিয়ানাগে ২১ বলে ৩২ রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট শিকার করেছেন বেন দ্বারশুইস,অ্যারন হার্ডি, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।
জবাবে খেলতে নেমে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৯ রান এসেছে অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট থেকে। ২২ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ এবং ১৮ রান এসেছে ট্রাভিস হেডের ব্যাট থেকে। এছাড়া বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে আজও দুর্দান্ত করেছেন দুনিথ ওয়েলালাগে। ৭.২ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই স্পিনার। এছাড়া আসিথা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা সমান ৩টি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা: ২৮১/৪ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া: ১০৭/১০ (২৪.২ ওভার)
ফলাফল: শ্রীলঙ্কা ১৭৪ রানে জয়ী
এর আগে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। স্বাগতিকদের দেয়া ২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/বিটি
