Connect with us
ক্রিকেট

বৃষ্টি আইনে শেষ ম্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

Australia beat New Zealand in 3rd t20
শেষ ম্যাচেও নিউজিল্যান্ডকে হারল অস্ট্রেলিয়া। ছবি- ইএসপিএন

ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে হোয়াইটওয়াশের শঙ্কা জেগেছিল নিউজিল্যান্ডের। সিরিজের তৃতীয় ম্যাচে আজ ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। তবে বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ২৭ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ হলো কিউইরা।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ইডেন পার্কে টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ম্যাচের ১১ তম ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান তোলার পরই বৃষ্টিতে থেমে যায় ম্যাচ। এরপর লম্বা সময় বৃষ্টির কারণে অজিরা ব্যাটিংয়ে নামতে না পারলে বৃষ্টি আইনে ১০ ওভারে ১২৬ রানের বিশাল লক্ষ্য পায় নিউজিল্যান্ড।

কঠিন লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত ১০ ওভারে স্বাগতিকরা মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয়। এতে করে ২৭ রানে পরাজিত হয় নিউজিল্যান্ড। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে ১১ বলে ঝড়ো ২৭ রান এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ম্যাথিউ শর্ট। এছাড়া প্রথম দুই ম্যাচে দারুন পারফরমেন্স করে সিরিজ সেরা হয়েছেন মিচেল মার্শ।

আজ আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অ্যাডাম মিলনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ। এরপর ম্যাথিউ শর্টকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ওপেনার ট্রাভিস হেড। এক প্রান্তে ট্রাভিস হেড ধীর গতিতে এগোতে থাকলেও অপরপ্রান্তে ম্যাথিউ শর্ট ছিলেন আগ্রাসী। মাত্র ১১ বলে তিন ছক্কায় করেন ২৭ রান।

এরপর গ্লেন ম্যাক্সওয়েল নেমে ৯ বলে খেলেন ২০ রানের একটি ক্যামিও ইনিংস। লম্বা সময় উইকেটের টিকে থাকলেও কার্যকরী ব্যাটিং করতে পারেনি ট্রাভিস। ৩০ বলে ৩৩ রান করে আউট হন তিনি। এরপর ১১ তম ওভারে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১৮ রান থাকার সময় নামে বেরসিক বৃষ্টি।

বৃষ্টি আইনে ১০ ওভারে ১২৬ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। তবে শেষ পর্যন্ত ৯৮ রানে থামতে হয় স্বাগতিকদের। কিউইদের হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান গ্লেন ফিলিপস। ২৪ বলে শেষ পর্যন্ত ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বলে ১৭ রান করেছেন মার্ক চাম্পম্যান।

আরও পড়ুন: গেটাফের জালে এক হালি গোল, আরও উপরে উঠলো বার্সা

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট