চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০২৪ সালের জানুয়ারিতে প্রথমে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও ব্যাট-প্যাড তুলে রাখার কথা জানিয়ে রেখেছিলেন এই হার্ড হিটার ব্যাটার। তবে দল চাইলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুপ্ত বাসনাও জানিয়ে রেখেছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
কিন্তু ওয়ার্নারের সেই আশা হয়তো আর পূরণ হচ্ছে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে যাচ্ছে পাকিস্তানে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকেরা চাইলে এই আসরে ফের খেলার কথা স্পষ্ট জানিয়ে রেখেছিলেন এই অজি কিংবদন্তি। তবে তার আবদারে যে সিএ-র সাড়া দেয়ার কোনো পরিকল্পনা নেই সেটা জানিয়ে দিলেন দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি জানান, ওয়ার্নারকে সেই সুযোগ দেয়া হবে না। তাকে ক্রিকেট বোর্ড দলের সাবেক ক্রিকেটার হিসেবেই দেখছে।
আরো পড়ুন :
মেসির কান্নার ভাইরাল দৃশ্য নিয়ে যা বললেন কোচ স্কালোনি
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা
দেশে ফিরলেন সাকিব, মাঠে নামছেন কবে?
আইপিএল ২০২৪: প্লে-অফের দৌড়ে এগিয়ে কারা?
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা দেখে অবাক সবাই
এর আগে ওয়ার্নার সবশেষ অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে। ভারতে অনুষ্ঠিত সে বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে বিদায়ের কথা জানান তিনি। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এই সংস্করণ থেকেও অবসরে যান। তবে অবসরের ঘোষণায় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছার বিষয়টিও পরিস্কারভাবে জানিয়েছিলেন তিনি। দলে জায়গা না পেলে শেষ সময়টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে কাটাবেন।
তবে সিএ-র প্রধান নির্বাচক যে ওয়ার্নারের অবসরকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন সেটা স্পষ্ট। জর্জ বেইলি এ প্রসঙ্গে বলেন, ‘ডেভিড যে অবসরে গেছে, আমরা এটাই মেনে নিচ্ছি। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য সে প্রশংসার দাবিদার। আমরা এটাও নিশ্চিত করছি যে, পাকিস্তানে সে আমাদের পরিকল্পনায় থাকবে না।’
‘আমার মনে হয়, সে একটা মজা বা হইচই ফেলতে এমনভাবে ঘোষণাটা দিয়েছে। এমন অসাধারণ একটি ক্যারিয়ারের পর তার আর পাওয়ার কিছুই নেই। দলে সে যে অবদান রেখেছে সেটা আমরা সামনে আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে দলের কথা চিন্তা করে তরুণদের আমরা সামনের দিনে বপশি বেশি সুযোগ দিতে চাই। ডেভিড অস্ট্রেলিয়ার ক্রিকেটে বড় একজন কিংবদন্তি’ – যোগ করেন বেইলি।
আরো পড়ুন :
নারী আম্পায়ার বিতর্কে নেই ক্রিকেটাররা, কী ছিল আসল ঘটনা?
হায়দরাবাদকে হারানোর পর ফিরে আসার বার্তা দিলেন মুস্তাফিজ
দেশের টেনিস ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন মাসফিয়া
আইপিএলে দিল্লি-কলকাতা ম্যাচসহ আজকের খেলা (২৯ এপ্রিল ২৪)
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই৪/এমএস