Connect with us
ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ প্রত্যাহার

Australia withdraws T20 series against Afghanistan
এ নিয়ে মোট তিন বার দেশটির সঙ্গে ক্রিকেট সিরিজ প্রত্যাহার করলো অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রত্যাহারের ঘোষণা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চলতি বছরের আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হওয়ার কথা ছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে মোট তিন বার দেশটির সঙ্গে ক্রিকেট সিরিজ প্রত্যাহার করলো অস্ট্রেলিয়া।

সবশেষ তালেবানরা দেশটির ক্ষমতায় আসে ২০২১ সালের আগস্ট মাসে। তারপরেই একই বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্ট ম্যাচ এবং ২০২৩ সালের মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রত্যাহার করে বসে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ)। তবে অজিরা আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলা চালিয়ে যাবে।

সবশেষ ২০২৩ সালের নভেম্বর মাসে ওয়ানডে বিশ্বকাপেও আফগানিস্তানকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ উইকেটে হারিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

সদ্য টি-টোয়েন্টি সিরিজ প্রত্যাহারের বিষয়ে সিএ থেকে বলা হয়, আফগানিস্তানে দিনে দিনে নারী ও মেয়েদের পরিস্থিতি আরও বাজে হচ্ছে। তাই সরকারের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

এ নিয়ে সিএ’র বক্তব্য, ‘আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার উদ্বেগজনক হারে হ্রাস পেয়েছে। তাই অস্ট্রেলিয়ার সরকারের সাথে পরামর্শ করে আমরা ২০২৩ সালের মার্চে আফগানদের বিপক্ষে পূর্ব নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করেছিলাম৷ গত এক বছর ধরে দেশটিতে নারী ও মেয়েদের পরিস্থিতি নিয়ে আমরা আমাদের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। দেশটিতে নারী ও মেয়েদের অধিকার আরও অবনতির দিকে ধাবিত হওয়ায় আমরা আমাদের আগের সিদ্ধান্তেই অটল থাকছি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি আমরা স্থগিত করবো।’

‘সিএ বিশ্বজুড়ে ক্রিকেটে নারী ও মেয়েদের অংশগ্রহণের ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে সক্রিয়ভাবে কাজ করে যাবে। পাশাপাশি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করবে।’

২০২১ সালের আগস্ট মাসে দেশটিতে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সেখানে নারী ও মেয়েদের শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছে। আরোপিত এসব সিদ্ধান্তকে মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরছেন হাসারাঙ্গা 

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট