বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল তাদের আসল রং দেখাতে শুরু করেছে। বড় আসরগুলোতে কিভাবে চাপ সামলে জয় ছিনিয়ে আনতে হয় তা দেখিয়েছে অজি বোলাররা। টান টান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে পরাজিত করেছে পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা।
হাই স্কোরিং আর উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানের পরাজয়ে রানের ব্যবধানটা ৬২ হলেও ম্যাচটি ছিলো চমকে ভরপুর। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বয়ামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমত তাণ্ডব শুরু করেন ওয়ার্নার-মার্শ। পাকিস্তানি বোলারদের কোন পাত্তাই দেননি এই দুই ওপেনার।
মাত্র ১২.৩ ওভারেই শতক তুলে নেয় অজিরা। কোন উইকেট না হারিয়ে ৩০ ওভারের মধ্যেই ২০০ অতিক্রম করে ফেলে তারা। ৩১তম ওভারে ব্যাক্তিগত শতক তুলে নেন উভয় ওপেনার। শেষ পর্যন্ত ২৫৯ রানে এসে শাহিন আফ্রিদির কল্যাণে প্রথম উইকেটের দেখা পায় পাকিস্তান। তার পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে প্যাভিলিয়নের পথ ধরিয়ে পরপর দুই বলে দুইটি উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি।
কিন্তু অপর প্রান্তে বিধ্বংসী রূপেই ছিলেন ডেভিড ওয়ার্নার। হ্যারিস রউফের বলে আউট হওয়ার আগে খেলে গেছেন ১২৪ বলে ১৬৩ রানের একটি দানবীয় ইনিংস। তবে শেষের দিকে বোলারদের সহায়তায় ৫০ ওভারে ৩৬৭ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। পাকিস্তানের হয়ে ৫ উইকেটে তুলে নেন শাহিন আফ্রিদি।
৩৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। কোন উইকেট না হারিয়েই ১৭ ওভারের মধ্যে ১০০ অতিক্রম করে পাকিস্তান। তবে ১৩৪ রানের মাথায় তাদের এই জুটি ভেঙে দেন মার্কাস স্টোইনিস। এরপর ছোট ছোট জুটি গড়েই এগোতে থাকে পাকিস্তান।
৩০ ওভারেই ২০০ পূর্ণ করে পাকিস্তান যা অস্ট্রেলিয়াকে কিছুটা চাপে ফেলে দেয়। ২৩২ রানের মাথায় চতুর্থ উইকেট পড়লেও ইফতিখার আহমেদকে নিয়ে ২৮ বলে ৩৭ রানের একটি জুটি গড়ে রিজওয়ান যা আরেকটু বড় হলেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যেত পাকিস্তান। তবে ইফতিখারের আউটের পরপরই আউট হয়ে রিজওয়ানও। আর সেখানেই শেষ হয়ে যায় পাকিস্তানের জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত ৩০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। অষ্ট্রেলিয়ার হয়ে চাপের মুহূর্তেও দারুণ বল করে উইকেট এনে দিয়েছেন আ্যাডাম জাম্পা। তিনি একা নিয়েছেন ৪টি উইকেট।
এই ম্যাচ দিয়ে জয়ের ছন্দ খুজে পেয়েছে অজিরা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে তারা। সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার একধাপ নিচে রয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: বিশ্বকাপে জমজমাট দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৩/এমটি/এজে