আজ বিশ্বকাপ শুরু হচ্ছে দুই ফেভারিট ভারত ও অস্ট্রেলিয়ার। রবিবার চেন্নাইয়ের এম.এ. চিদম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অসুস্থ থাকার কারণে ভারতের একাদশে জায়গা হয়নি শুভমান গিলের। তার পরিবর্তে জায়গা পেয়েছে ঈশান কিষান। আর কিছুক্ষণ পরেই ম্যাচটি মাঠে গড়াবে।
এর আগে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ড-নিউজিল্যান্ড, পাকিস্তান-নেদারল্যান্ড, শ্রীলঙ্কা-দ.আফ্রিকা ও বাংলাদেশ-আফগানিস্তানের বিশ্বকাপ মিশন ইতোমধ্যে শুরু হয়েছে। সর্বশেষ দল হিসেবে ১৩তম আসর শুরু করছে ভারত ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স , মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
ভারত দল : রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস ইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডেয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ
আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইতিহাস গড়লেন সৈকত
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৩/এমটি/এজে