ফুটবলে শক্তিমিত্তার দিক থেকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশাল তফাৎ। ৬ বার বিশ্বকাপে অংশ নেয়া অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্কিং ২৪, যেখানে ১৬০ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪। এতে সহজেই স্পষ্ট সকারুরা কতটা এগিয়ে।
২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচে আজ (৬ জুন) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ঘরের মাঠে এই শক্তিশালী দলের বিপক্ষে অসাধারণ লড়াই করে মাত্র ২-০ তে হেরেছে লাল-সবুজের দল। যেখানে হারের ব্যবধান আরো বড় হতে পারতো। কেননা প্রথম লেগের ম্যাচে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। আর কারণেই হেরেও অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ডের প্রশংসা জামাল-মোরছালিনরা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসা করেছেন গ্রাহাম। বাংলাদেশের মতো নিচু সারির দলের বিপক্ষে মাত্র ২-০ গোলের জয়ের পর তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে। তাদের কোচও (হাভিয়ের কাবরেরা) খুব ভালো। তার পরিকল্পনা খুব ভালো ছিল। স্কোরলাইন এমন হওয়ার পেছনে তাদেরকে অবশ্যই কৃতিত্ব দেব। আমরা ধারণা করেই এসেছিলাম এখানে চ্যালেঞ্জ থাকবে।’
গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে মাঠ কিছুটা ভেজা ছিল। যে কারণে মাঠে পানি ছিল এবং কাদাও তৈরি হয়। এতে খেলোয়াড়রা বল পাসিং ও বল নিয়ে দৌড়াতে গিয়েও বাধাগ্রস্ত হয়। যে কারণে মাঠের সমালোচনা করেন সফরকারী কোচ।
তিনি মাঠকে খেলার অযোগ্য আখ্যায়িত করে বলেন, ‘এই মাঠ গ্রহণযোগ্য নয়। অনেক খেলোয়াড় ক্র্যাম্পে (টান) পড়েছেন। যে তালিকায় বাংলাদেশের খেলোয়াড়রাও আছে।’
এদিন বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচের ২৯ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সকারুরা। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৬১ মিনিটে কুসিনি এংগির কল্যাণে। আজকের ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই উইঙ্গার।
আরও পড়ুন: ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার কাছে ‘সম্মানজনক হার’ বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/বিটি