গত বছরের ইউএস ওপেনের ফাইনাল যেন পুনরায় মঞ্চায়িত হলো অস্ট্রেলিয়ান ওপেনে এসে। তবে এবার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নয়, এবারের মঞ্চ ছিল অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল।
২০২৩ সালে ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের কোকো গাউফ এবং বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। তবে সেবার মাত্র হাত ছোঁয়া দূরত্ব থেকে কোকো গাউফের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সাবালেঙ্কার।
এবার সেই হারেরই মধুর প্রতিশোধ নিলেন এই বেলারুশ তারকা অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে। যুক্তরাষ্ট্রের কোকো গাউফকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলেন সাবালেঙ্কা।
বেলারুশের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কার বিপক্ষে ভালোই উত্তেজনার জন্ম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই গাউফ। এরপরেও এই বেলারুশিয়ান সেট দু’টি জিতে নেন ৭-৬ (৭-২), ৬-৪ গেমে। ১ ঘণ্টা ৪২ মিনিটের দুজনের এই লড়াইয়ে প্রথম সেটে দুজনেই বেশ ধারালো ছিল।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ঝেং কিনওয়েন অথবা ডায়ানা ইয়াস্ত্রেমস্কা এর মধ্যে যে কোনো একজনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামতে হবে সাবালেঙ্কাকে।
আরও পড়ুন : এশিয়ার ফুটবল মহাযজ্ঞ: সর্বোচ্চ শিরোপা যাদের ঘরে
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এমএস/এসএ