২০২৬ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় পা রেখেছে শক্তিশালী অস্ট্রেলিয়া দল। মঙ্গলবার (৪ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে উঠেছে সকারুরা।
আগামী বৃহস্পতিবার (৬জুন) বসুন্ধরার কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে অষ্ট্রেলিয়া। এর আগে একদিন অনুশীলন করবে তারা। তবে ৬ তারিখ ম্যাচ খেলে সেদিন রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে দলটির।
এর আগে প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা পাত্তা পায়নি বাংলাদেশ। সেই ম্যাচে ৭ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজের দল। তবে এবার নিজেদের মাঠে সমানে-সমান লড়াই করে অন্তত একটি পয়েন্ট লুফে নিতে চাইবে বাংলাদেশ।
কেননা এর আগেও ঘরের মাঠে ফিলিস্তিন-লেবাননের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। তাদেরকেও শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জামাল-রাকিবরা। তবে লেবানকে রুখে দিলেও ফিলিস্তিনের শেষ পর্যন্ত লড়াই করে অতিরিক্ত সময়ে গোল হজম করে হৃদয় ভঙ্গ হয়েছিল বাংলাদেশের।
বাছাইপর্বে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৩ হার ও ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে এমবাপ্পের বেতন কত?
ক্রিফোস্পোর্টস/৫জুন২৪/বিটি