Connect with us
ক্রিকেট

সাড়ে তিনশ রান তাড়া করে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

Australia vs England
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু অস্ট্রেলিয়ার। ছবি- সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ দিনে এসে এক দুর্দান্ত ম্যাচ উপহার দিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে। সাতশ’র বেশি রানের এক হাইভোল্টেজ ম্যাচে ইংলিশদের রান পাহাড় টপকে জয় তুলে নিয়েছে অজিরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের ম্যাচে জস বাটলারের দলকে ৫ উইকেটে হারিয়েছে স্টিভেন স্মিথের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রানের পাহাড়সম পুঁজি পায় ইংল্যান্ড। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলটির ওয়ানডে ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেছেন জশ ইংলিস।৮৬ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। অর্ধশতকের দেখা পেয়েছেন ম্যাথিউ শর্ট ও অ্যালেক্স কেরি। শর্ট ৬৬ বলে ৬৩ এবং কেরি ৬৩ বলে ৬৯ রান করেন। এছাড়া মারনাস লাবুশেন ৪৫ বলে ৪৭ এবং গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ৩২ রান করেন।

আরও পড়ুন:

» তৃতীয়বার বোলিং পরীক্ষা দেবেন সাকিব, জানা গেল দিনক্ষণ

» মুশফিকের ছন্দহীনতা নিয়ে যা বললেন নির্বাচক রাজ্জাক 

হয়ে ট্রাভিস হেড (৬) এবং দলীয় ২৭ রানে মার্ক উডের শিকার হয়ে অধিনায়ক স্টিভ স্মিথ (৫) ফিরে যান। দুই ব্যাটারকে হারানোর পর ম্যাচের হাল ধরেন ম্যাথিউ শর্ট ও লাবুশেন। তৃতীয় উইকেটে ৯১ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা।

দলীয় ১২২ রানের মাথায় লাবুশেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আদিল রশিদ। লাবুশেন (৪৭) ফেরার কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নের পথে হাঁটেন শর্ট (৬৩)। এরপর পঞ্চম উইকেটে জশ ইংলিস ও অ্যালেক্স কেরি মিলে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে আসেন। এই জুটিতে ১১৬ বলে ১৪৬ রান যোগ করেন তারা।

Josh Inglis Century

১২০ রানের জয়সূচক ইনিংস খেলেন জশ ইংলিস। ছবি- এপি

দলীয় ২৮২ রানের মাথায় বেন কার্সের শিকার হয়ে ফিরে যান কেরি (৬৯)। এরপর ম্যাক্সওয়েলকে নিয়ে ৩৬ বলে ৭৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন জশ ইংলিশ। এই জুটিতে নিজের প্রথম সেঞ্চুরিও তুলে নেন এই মারকুটে ব্যাটার। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন পাঁচ বোলার।

এর আগে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের ১৬৫, জো রুটের ৬৮ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ৩৫১ রানের বিশাল পুঁজি পায় ইংলিশরা। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট শিকার করেছেন বেন ডোয়ারসুইস। এছাড়া অ্যাডাম জাম্পা ও মারনাস লাবুশেন ২টি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড: ৩৫১/৮ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া: ৩৫৬/৫ (৪৭.৩ ওভার)
ফলাফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট