Connect with us
ফুটবল

ভারতের জালে দুই গোল দিয়ে অস্ট্রেলিয়ার যাত্রা শুরু

AFC Asian Cup
হার দিয়ে এএফসি এশিয়ান কাপের যাত্রা শুরু করল ভারত। ছবি- সংগৃহীত

ভারতকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়া। এশিয়ান মিশনে ২-০ গোলের ব্যবধানে হেরেছে সুনীল ছেত্রীরা। 

শনিবার (১৩ জানুয়ারি) এএফসি এশিয়ান কাপের প্রথম রাউন্ডের ম্যাচে গ্রুপ ‘বি’ থেকে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত। কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অস্ট্রেলিয়া। প্রথমার্ধে ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ করেও দুর্বল ফিনিশিংয়ের কারণে বল জালে জড়াতে ব্যর্থ হয় সকারুজরা। ফলে গোলশূন্য বিরতিতে যায় দু’দল।

প্রথমার্ধে কোন গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই অচলাবস্থা ভেঙে দেন সকারুজ মিডফিল্ডার জ্যাকসন আরবিন। গুরপ্রীতের বাড়ানো বল থেকে দুর্দান্ত একটি গোল করেন জ্যাকসন। ম্যাচের ৭৩ তম মিনিটে গোলের লিড ডাবল করে নেন বদলি হিসেবে নামা জর্ডান বস।

অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে গেলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ভারত। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সকারুজরা।

পুরো ম্যাচে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি ভারত। বল অস্ট্রেলিয়ার দখলে ছিল ৭১ শতাংশ, যেখানে ভারতের দখলে ছিল মাত্র ২৯ শতাংশ। আর অস্ট্রেলিয়ার ২৮ আক্রমণের বিপরীতে ভারত আক্রমণ করেছে মাত্র ৪ বার।

আরও পড়ুন: লেবাননকে উড়িয়ে দিয়ে এএফসি এশিয়ান কাপের উদ্বোধন করল কাতার 

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল