
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। দুবাইয়ের মাঠে দুই দলই স্পিনকে প্রাধান্য দিয়ে একাদশ সাজিয়েছে। তাতে আগেই ধারণা করা হয়েছিল আজ দুবাইয়ের উইকেট বেশ স্লো থাকবে। মাঠে রানের চাকাও ঠিক সেভাবেই ঘুরলো।
দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। ২৬৫ রান করলেই ফাইনালের টিকিট কাটতে পারবে ভারত। এর চেয়ে কমে গুটিয়ে গেলে ওই জায়গা নেবে অস্ট্রেলিয়া।
রবীন্দ্র জাদেজা-বরুণ চক্রবর্তীদের সামলাতে হিমশিম খেয়েছেন অজি ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেচ্ছেন স্টিভেন স্মিথ। তবে ব্যতিক্রম অ্যালেক্স ক্যারি ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ট্রেভিস হেড ৩৩ বলে ৩৯ রান করে ফেরেন।
আরও পড়ুন:
» এক যুগের ক্রিকেটে বিরল নজির গড়লেন রোহিত
» পাকিস্তান দলে সিনিয়র ছাঁটাই, থাকছেন বিপিএল মাতানো খুশদিল
ভারতের হয়ে বল হাতে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এছাড়া জাদেজা ও বরুন চক্রবর্তী ২টি করে এবং হার্দিক পান্ডিয়া ও আক্সার প্যাটেল একটি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, কুপার কনোলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশানে, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও তানভীর সাংহা।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৫/এজে
