গতকাল (মঙ্গলবার) চেস্টার-লি-স্ট্রিটে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ডিএলএস নিয়মে ইংলিশরা ৪৬ রানে হারায় সফরকারীদের। সেই সাথে ব্যবধান কমিয়ে সিরিজের উত্তজনা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে স্টিভেন স্মিথ ৮২ বলে ৬০, অ্যালেক্স ক্যারি ৬৫ বলে ৭৭ রান এবং শেষ দিকে অ্যারন হার্ডি ২৬ বলে ৪৪ করেন। বল হাতে জফরা আর্চার ১০ ওভার বল করে ৬৭ রান দিয়ে তুলেন ২ উইকেট।
৩০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খাই ইংল্যান্ড। দুই ওপেনার ফিলিপ সল্ট এবং বেন ডাকেট দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরেন। এতে অনেক টায় চাপে পড়ে ইংল্যান্ড। উইল জ্যাক এবং হ্যারি ব্রুকের দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচে ফিরে ইংলিশরা। জ্যাকের ৮২ বলে ৮৪ এবং ব্রুকের ৯৪ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংসে ৩৭.৪ বলে ২৫৪ রান তুলেন স্বাগতিকরা। এর পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পূর্বে এগিয়ে থাকায় ডিএলএস নিয়মে ৪৬ রানের জয় পায় ইংল্যান্ড।
আরও পড়ুন: কানপুরের টেস্টের পূর্বে ভারতীয় একাদশে রদবদল: বাদ ৩ তারকা
ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার মধ্য দিয়ে ওয়ানডেতে টানা জেতার রীতির সমাপ্তি ঘটে অস্ট্রেলিয়ার। ২০২৩ সালের ভারত বিশ্বকাপে দুই ম্যাচ হার দিয়ে শুরু করে ছিল মিচেল মার্শরা। তারপর থেকে তারা যেন হারতেই ভুলে গেছিলেন। টানা ১৪ ম্যাচ জেতার পর সেই রীতির অবসান ঘটলো ইংল্যান্ডের বিপক্ষে হারার মধ্যদিয়ে।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। আগামী ২৭ ও ২৯ সেপ্টেম্বর লন্ডন ও ব্রিস্টলে শুরু হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/এইচআই