Connect with us
ক্রিকেট

শেষ ছয় ম্যাচে ১৩ গড়, তবুও যে কারণে বিশ্বকাপ দলে লিটন

Litton Kumar Das
লিটন দাস। ছবি- সংগৃহীত

আগামী ১ জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরের জন্য ইতোমধ্যেই অধিকাংশ দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ কিছুটা সময় নিয়ে ১৯ তম দল হিসেবে আজ (মঙ্গলবার) তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যেখানে সাইফউদ্দিন দলে সুযোগ না পেলেও ফর্মে না থাকা লিটন দাস সুযোগ পেয়েছেন।

পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচে বল হাতে ৮ উইকেট শিকার করেন। কিন্তু এমন একটি দলের বিপক্ষে তিনি বল হাতে অনেক খরুচে ছিলেন। এটাই তার দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ ছিল।

পেসার তাসকিন আহমেদ ঠিক কবে থেকে খেলতে পারবেন সেটা নিয়েও একটা শঙ্কা আছে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

অন্য দিকে চলতি বছরে ব্যাট হাতে যাচ্ছেতাই সময় কাটানো ওপেনার লিটন দাসও ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৬ ম্যাচে ১৩ ব্যাটিং গড়ে লিটনের রান মোটে ৭৯। এর মধ্যে আবার ঘরের মাঠে তিনটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ছিল জিম্বাবুয়ে।

তাই বছরের এমন গুরুত্বপূর্ণ সময়ে লিটনের ফর্মহীনতা নির্বাচকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। কিন্তু দলের প্রধান নির্বাচকের কথা থেকেই স্পষ্ট, লিটনের জায়গায় যথাযথ বিকল্প না থাকায় তার উপরই আস্থা রাখতে বাধ্য হয়েছে নির্বাচকেরা।

লিটনকে স্কোয়াডে রাখার ব্যাখ্যা দিতে গিয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘লিটন ওপেনিংয়ে ব্যাট করার সাথে সাথে উইকেটকিপিংয়েও ও অনেক ভালো। স্কোয়াডে আমাদের দুই জন উইকেটকিপার রাখতেই হবে। সেক্ষেত্রে আমাদের আলোচনায় এনামুল হক বিজয়ও ছিল। কিন্তু ফর্মে না থাকলেও শেষমেশ লিটনের উপরেই আমাদের আস্থা রাখতে হচ্ছে। কারণ লিটনকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচেও এজন্যই তাকে একাদশে রাখা হয়নি। তার উপর রাখা আস্থার প্রতিদান সে যেন সময় মত দিতে পারে সেসব নিয়ে আমাদের কোচিং স্টাফরা কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন: চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির, বাদ পড়লেন কে? 

ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট