বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল পাকিস্তান ক্রিকেটে শাহিন আফ্রিদির অধিনায়কত্বের পালা নাকি শেষ হতে চলেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাবর আজমের দ্বিতীয় দফা শুরু হতে যাচ্ছে। অথচ দলের ভার কাঁধে নিয়ে এখন পর্যন্ত মাত্র পাঁচ ম্যাচে শাহিন আফ্রিদি দায়িত্ব পালন করেছে।
বাবর আজমের পুনরায় দলপতির ভূমিকায় আসীন হওয়ার গুঞ্জনে জোর হাওয়া দিয়েছে মূলত দেশটির গণমাধ্যমই। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই নাকি শাহিনের জায়গায় ফের বাবরকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্বে দেখা যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে জিও নিউজ ও ক্রিকেট পাকিস্তানসহ স্থানীয় বেশ কিছু গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, নতুন নির্বাচক কমিটির সুপারিশেই পিসিবি নাকি বাবরকে পুনরায় পাকিস্তানের অধিনায়ক করার সিদ্ধান্তে পৌঁছেছে।
বিষয়টি নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভীর নেতৃত্বাধীন বোর্ড তাদের সিদ্ধান্ত চূড়ান্তও করে ফেলেছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে ম্যান ইন গ্রিনদের ২৯ সদস্যের দল বর্তমানে কাকুলে ট্রেনিং করছে। সেখানেই দলের অধিনায়ক হিসেবে বাবর আজমের যোগদানের কথা রয়েছে। পাঁচ ম্যাচের দায়িত্ব পালন শেষে পিসিবির মনে হয়েছে বাবর আজমই তাদের উদ্দেশ্য সাধনে বেশি উপযোগী। তাই সেই বাবরেই ফের আস্থা রাখছে পিসিবি, এমনটাই দাবি করছে পাকিস্তানের গণমাধ্যম।
অবশ্য শাহিন আফ্রিদিও নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও তার ঘনিষ্ঠজনেরা নাকি দায়িত্ব থেকে সরে না যেতে তাকে পরামর্শ দিয়েছিল। কিন্তু পাকিস্তানের তারকা পেসারের সিদ্ধান্ত ছিল আলাদা। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন শাহিনের শ্বশুর ও পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
আফ্রিদি বিষয়টি নিয়ে বলেন, ‘কাউকে নেতৃত্বে নিয়ে আসলে তাকে যথেষ্ট সময় দেওয়া উচিত৷ না হলে নেতৃত্ব না দেওয়াই ভালো। কিন্তু আমাদের দেশে বোর্ডে যদি কোনো পরিবর্তন আসে তাহলে নেতৃত্বে আর আগের জনকে রাখা হয় না। সবাই ভেবেই নেয় যে, আমি দেশের ক্রিকেটের জন্য ভালো কাজই করছি তাই আমার সিদ্ধান্তই সঠিক। অধিনায়ক বদলানোর ক্ষেত্রে আমার মনে হয়, আপনি কোথাও না কোথাও ভুল করছেন। হয় তাকে নিয়োগ দেওয়ার সময় ভুল করেছেন অথবা তাকে পরিবর্তন করার সময়।’
আরও পড়ুন: সাকিব দলে থাকলে শান্তর জন্য সুবিধা হয়: পোথাস
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এমএস/এমটি