পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বিশ্বকাপে। বিশ্বকাপে হাসেনি বাবর আজমের ব্যাট, পাকিস্তানও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন বাবর। বিশ্বকাপে নিজের ব্যাটিং ব্যর্থতার ফলও ভোগ করতে হয় তাকে।
বিশ্বকাপ চলাকালেই শুভমান গিলের কাছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারান বাবর। এবার ফের গিলকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান।
ওয়ানডেতে ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছেন শুভমান গিল। আর শীর্ষস্থান দখল করা বাবরের পয়েন্ট ৮২৪। শীর্ষ দশে আর কোন পরিবর্তন হয়নি। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার যথাক্রমে র্যাঙ্কিংয়ের তিন, চার ও পাঁচ নম্বরে আছেন।
ওয়ানডেতে ১ নম্বরে উঠে আসলেও টেস্টে এক ধাপ পিছিয়ে গেছেন সাবেক পাকিস্তান কাপ্তান। অস্ট্রেলিয়ায় চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা প্রভাব ফেলেছে বাবরের টেস্ট র্যাঙ্কিংয়ে। ফলে চার থেকে পাঁচে নেমে গেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। টেস্টে তার পয়েন্ট ৮০১। তবে এখনও ৮৬৪ রেটিং নিয়ে টেস্টে শীর্ষস্থানেই আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। ৮০৮ রেটিং নিয়ে চার থেকে এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন অজি ওপেনার উসমান খাজা। জো রুট এবং স্টিভ স্মিথ পর্যায়ক্রমে তিন ও চারে অবস্থান করছেন।
অন্য দিকে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান সূর্যকুমার যাদব এখনও ২০ ওভারের সংস্করণে শীর্ষস্থান দখলে রেখেছেন। এরপরই আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখনও বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের দখলেই আছে। টেস্টে সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
টি-টোয়েন্টি ক্রিকেটের বোলিং র্যাঙ্কিংয়েও রদবদল হয়েছে। কিছুদিন আগেই শীর্ষে ওঠা রবি বিষ্ণয় তিনে নেমে গেছেন। তাকে টপকে ক্যারিয়ারে প্রথম বারের মত শীর্ষে উঠেছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। দুইয়ে আছেন আফগান পোস্টার বয় রশিদ খান। ওয়ানডে বোলিংয়ে এক নম্বরে আছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। দুই ও তিনে আছেন অজি পেসার জশ হ্যাজেলউড এবং ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। জশপ্রীত বুমরাহকে পাঁচ নম্বরে ঠেলে দিয়ে চারে উঠে এসেছেন অজি লেগি অ্যাডাম জাম্পা।
টেস্ট র্যাঙ্কিংয়ে দুই শীর্ষ বোলার অশ্বিন ও রাবাদার স্থান অপরিবর্তনীয়ই আছে। অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে তিনে, রবীন্দ্র জাদেজা এক ধাপ পিছিয়ে চারে এবং তিন ধাপ এগিয়ে অজি স্পিনার নাথান লায়ন পাঁচ নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন: আইপিএল-২০২৪ : রেকর্ড গড়া নিলাম শেষে কে কোন দলে?
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এমএস/এমটি