এগিয়ে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দশম আসর। বিভিন্ন দেশ থেকে আসছেন বড় বড় তারকারা। দলগুলোর মাঝেও প্রাণ ফিরেছে। জমে উঠছে প্রতিটা ম্যাচ। দেশি-বিদেশিদের এই মিশেলে নতুন মাত্রা দিতে এলেন পাকিস্তানের সেরা দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।
নিউজিল্যান্ড সিরিজ চলাকালেই বিপিএলে খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন বাবর ও রিজওয়ান। নিউজিল্যান্ড সফর শেষ করে তাই আর দেরি করেননি এই দুই তারকা। তাসমান পাড় থেকে সরাসরি চলে এসেছেন হোম অব ক্রিকেটে।
সোমবার নিউজিল্যান্ড থেকে সরাসরি ঢাকার ফ্লাইটে উঠে রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন বাবর। আর একই রাতে মোহাম্মদ রিজওয়ানের দলে যুক্ত হওয়ার খবর জানায় চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ফেসবুক পেইজে টিম হোটেলে রিজওয়ানের ছবি প্রকাশ করেছে তারা।
রংপুর রাইডার্সের আগামী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে।রংপুরের হেডকোচ জানান, বাবরের ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবে সে। আপনারা জানেন যে, বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে।
তবে বাবর খেললেও মোহাম্মদ রিজওয়ান আজ ফরচুন বরিশালের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তাদের ম্যানেজমেন্টও কিছু জানায়নি। বাবরের রংপুর ও রিজওয়ানের কুমিল্লা একটি করে ম্যাচ খেলে একটিতেই হেরেছে। এখনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা।
আরও পড়ুন: মেসি-সুয়ারেজকে নিয়েও জিততে পারলো না ইন্টার মায়ামি
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এজে