Connect with us
ক্রিকেট

ওয়ানডেতে ফের বর্ষসেরা হলেন বাবর আজম

বাবর আজম। ছবি- গুগল

গত বছর ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এর স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

এদিকে ২০২২ সালটা অসাধারণ কাটিয়েছেন পাকিস্তানের এ অধিনায়ক। ৯ ওয়ানডে ম্যাচে তিনটিতে সেঞ্চুরি পেয়েছেন। আর অর্ধশত পেয়েছেন ৫টি ম্যাচে। ৮৪ দশমিক ৮৭ গড় মোট ৬৭৯ রান করেছেন এই ক্রিকেটার। আর মাত্র একটি ম্যাচে পঞ্চাশের নিচে রান করে আউট হন তিনি।

অপরদিকে ছাড়া ওয়ানডেতে বাবরের নেতৃত্বে দুর্দান্ত খেলেছে পাকিস্তান দল। ২০২২ সালে মাত্র একটি ম্যাচে হেরেছে তারা।

গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। বাবরের নৈপুণ্যে ৩৪৯ রানের বড় লক্ষ্য তাড়া করে পাকিস্তান।

এদিকে ২০২১ সালে সাকিব আল হাসানকে টপকে ওয়ানডে বর্ষসেরা হয়েছিলেন বাবর।

আরও পড়ুন: সাকিব-তামিমদের মাঠ থেকেই বিদায় দেখতে চান মাশরাফি

ক্রিফোস্পোর্টস/২৬ জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট