বাবর আজম মানেই রেকর্ড গড়ার কারিগর। তিনি মাঠে নামেন রেকর্ড ভাঙ্গার জন্যই। এই তো কিছুদিন আগে আয়ারল্যান্ড সিরিজে বিরাট কোহলিকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ বা পঞ্চাশোর্ধ্বো রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন এই পাক দলপতি। এছাড়াও একই ফরমেটের অধিনায়ক হিসেবে সবথেকে বেশি রান করে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের রেকর্ড ভাঙলেন তিনি।
এবার বিশ্বকাপকে সামনে রেখে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের বেশ কিছু মাইলফলকের দ্বার প্রান্তে এই পাক টপ অর্ডার। এই সিরিজে আরও তিনটি সাফল্যের মুকুট তার জন্য অপেক্ষা করছে।
প্রথমটি হল, চার ম্যাচের এই সিরিজ ৪৫ রান করতে পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ৪ হাজার রানের গণ্ডি পেরোবে এই বামহাতি ব্যাটার। আর এটি হবে পাকিস্তানের হয়ে একমাত্র ক্রিকেটের হিসেবে ৪ হাজার রান করার রেকর্ড ।
দ্বিতীয়ত, বর্তমান টি-টোয়েন্টি ফরম্যাটে বাবর সংগ্রহ করেছে ৩ হাজার ৯৫৫ রান। সংক্ষিপ্ত এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা তৃতীয় অবস্থানে আছেন বাবর। বিরাট কোহলি আছেন ৪ হাজার ৩৭ রান করে সবার শীর্ষ। আর মাত্র ৮২ রান করতে পারলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ স্থান দখল করবে ২৯ বছর বয়সী এই ব্যাটার।
তৃতীয়ত, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২ হাজার ৪৫২ রান করেছে বাবর। এই ফরম্যাটে প্রথম কোনো অধিনায়ক হিসাবে আড়াই হাজার রান করার রেকর্ড থেকে আর মাত্র ৪৮ রানের দূরে আছেন এই রেকর্ড কারিগর।
আগামী বুধবারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান। ২৫, ২৮ ও ৩০ মে বাকি ম্যাচগুলো হবে।
আরও পড়ুন: প্লে-অফ থেকে ফাইনাল—বৃষ্টি বাগড়া দিলে যেমন হবে ফলাফল?
ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এইচএ/এজে