প্রায় পাঁচ মাসের মাথায় পাকিস্তানের জাতীয় দলে অধিনায়কের দায়িত্বে ফিরলেন বাবর আজম গেল ভারত বিশ্বকাপে দলের ব্যর্থতার পর জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন এই পাক ক্রিকেটার। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে পুনরায় তাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্বে ফেরানো হলো।
আজ রোববার (৩১ মার্চ) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৮ এপ্রিল শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজ থেকে সাদা বলের দুই ফরমেটেই দলকে নেতৃত্ব দিবেন বাবর আজম। এতে করে ওয়ানডে থেকে শান মাসুদ এবং টি-টোয়েন্টি থেকে শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্ব কালের ইতি ঘটলো।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভিডিও বার্তার পাশাপাশি তাদের এক্স একাউন্টে এক বিবৃতি দিয়েছে। পোস্টের সেই বিবৃতিতে বলা হয়, ‘পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশ ক্রমে বাবর আজমকে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। ‘
বাবর আজম ২০১৯ সালে সাদা বলের ক্রিকেটে প্রথম নেতৃত্ব পেয়েছিলেন। এরপর ২০২১ সালে টেস্ট দলের দায়িত্বও দেওয়া হয় তার কাধে। যদিও এখন পর্যন্ত বাবরের নেতৃত্বে কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি পাকিস্তান, তবে র্যাংকিংয়ে বেশ উন্নতি ঘটিয়েছে দলটি।
এদিকে গেল বছর ভারতে আয়োজিত বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গেলেও বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এরপর সকল দিক থেকে সমালোচিত হওয়ায় বিশ্বকাপের পরেই জাতীয় দলের সকল ফরমেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ঝেড়ে ফেলেছিলেন বাবর।
তবে গেল কিছুদিন যাবত পাকিস্তানের ক্রিকেটে গুঞ্জন শোনা যাচ্ছিল শাহীন আফ্রিদির টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারানোর বিষয় নিয়ে। আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে ধরাশায়ী হয়েছিল পাকিস্তান। অবশেষে এবার সেই গুঞ্জনই সত্য হলো।
আরও পড়ুন: শান্তর সেই রিভিউ নিয়ে ‘মিম’ বানাল কলকাতা পুলিশ
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৪/এফএএস
mdhafizur Rahman
31/03/2024 at 5:09 অপরাহ্ন
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভিডিও বার্তার পাশাপাশি তাদের এক্স একাউন্টে এক বিবৃতি দিয়েছে। পোস্টের সেই বিবৃতিতে বলা হয়, ‘বিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশ ক্রমে বাবর আজমকে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। 😄😄😄 তাহলে বিসিবির সুপারিশে পিসিবি বোর্ড চলে আগে জানতাম না